নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কালারস বাংলায় ফিরছে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বেনেবউ’। গ্রাম্য মেয়ে শাপলা আর শহুরে, শিক্ষিতা, মডার্ন মেয়ে পালকের গল্পে ঠাসা এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে একটি পুরুষ চরিত্র। নাম বেদ।
আগে যারা এই ধারাবাহিকের সম্প্রচার দেখেছেন তাঁরা খুব ভালই জানেন গল্পটা। আর যাঁরা দেখেননি তাঁদের জন্য ‘বেনেবউ’ না হয় ‘নববধূ’ই থাক। তাকে ধীরে ধীরে জানা হোক।
শাপলার চরিত্রে চাঁদনি সাহা জানান- “আমার সব কাজের মধ্যে এটা অন্যতম একটি। সম্প্রচারের সময় খুব জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক। আমাকেও মানুষ চিনেছেন এরপর থেকে আরও বেশি করে। চ্যানেলের কাছে আমি কৃতজ্ঞ ফের শাপলা আর পালককে নিয়ে আসার জন্য৷”
পালকের চরিত্রে তন্বী লাহা রায়। এ ছাড়াও আছেন কাঞ্চনা মৈত্র, মিতা চ্যাটার্জি, পায়েল সরকার, রাজা ঘোষ, ভাবনা ব্যানার্জি, বিমল চক্রবর্তী, সায়ন্তনী মজুমদার সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ বিষকন্যা রূপে রূপা
স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত ‘ব্লুজ’-এর ব্যানারে আসে এই ধারাবাহিক। ‘বেনেবউ’ ধারাবাহিকের পুনঃসম্প্রচার দেখুন ৭ ডিসেম্বর থেকে সোম থেকে শনি সকাল ১০ টা থেকে ১১ টা, কালারস বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584