ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
এক শরীরে উপকৃত পাঁচজন।গতকাল আন্দুল রোডে এক বেসরকারি হাসপাতালে ব্রেনডেথ হয় হাওড়ার বাসিন্দা অঞ্জনা ধুমির,পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের কাছে অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করা হয়।
সেই ইচ্ছার স্বীকৃতি দিয়ে আজ সকালে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান এসএসকেএম হাসপাতালের চিকিৎসক দল।রোগিনীর হৃদযন্ত্র,লিভার একটি গ্রিন করিডর করে আনা হয় এসএসকেএমে।
সেখানে কলকাতা মেডিকেল কলেজের পর সফলভাবে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয় নদিয়ার মৃন্ময় বিশ্বাসের শরীরে।লিভার প্রতিস্থাপন করা হয় বারাসতের বাসিন্দা রিনা শীর শরীরে।
এসএসকেএম হাসপাতালের অপর এক রোগীর শরীরে অঞ্জনার কিডনি প্রতিস্থাপন করা হয়।অপর কিডনি অঞ্জনার চিকিৎসাধীন ছিলেন যে বেসরকারি হাসপাতালে সেখানকারই আর এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে।
আরও পড়ুনঃ পূর্বস্থলীর জিডি বিদ্যামন্দিরে অরণ্য সপ্তাহ উদযাপন
একই সাথে অঞ্জনা ধুমির ত্বক আনা হয়েছে এসএসকেএম হাসাপাতালের স্কিন ব্যাঙ্কে এবং কর্নিয়া আনা হয়েছে মুকুন্দপুর চক্ষু হাসপাতালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584