By Election: রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

0
81

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে শনিবারই রাজ্যের ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ভবানীপুরে ভোট হবে ৩০ সেপ্টেম্বর। গণনা ৩ অক্টোবর। রাজ্যের তিন কেন্দ্রে ভোট হবে এদিন। এর মধ্যে শুধুমাত্র ভবানীপুরেই হবে উপ নির্বাচন। বাকি দুই কেন্দ্রের নির্বাচন বাকি ছিল। ভবানীপুর সহ এই তিনকেন্দ্রে অর্থাৎ সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও ভোট হবে ৩০ সেপ্টেম্বর।

Election commission

২০২১-এর নির্বাচনে তৃণমূলের জয় হলেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ হয়নি ঘাসফুল শিবিরের। ভোটযুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে গেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাই হিসেব মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নভেম্বরের মধ্যেই যে কোনও একটি কেন্দ্র থেকে জয়ী হতে হবে। তবে মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন তিনি। তাই বারবার সেপ্টেম্বরেই ভোট করার দাবি জানিয়ে আসছিল তৃণমূল। অবশেষে সেপ্টেম্বরের শেষেই ভোট হবে বলে জানাল নির্বাচন কমিশন।

নিয়ম অনুযায়ী, ৬ মাসের মধ্যে রাজ্যের কোনও বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে জয়ী হতে হবে। তাই দ্রুত নির্বাচন করার জন্য কমিশনের কাছে বারবার আর্জি জানিয়েছিল তৃণমূল। শনিবার কমিশনের তরফে জানানো হয়েছে যে, ‘সাংবিধানিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ও রাজ্যের অনুরোধ মেনেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণা করা হল।’

উল্লেখ্য, ২০২১ এর নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় আগেই ইস্তফা দিয়েছেন। সম্ভবত উপ নির্বাচনে ওই আসনেই এবার প্রার্থী হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে বিশ্বভারতীতে শুরু ভর্তি প্রক্রিয়া

২ মে প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। ২৯৩ আসনে ভোট হওয়ার কথা থাকলেও জঙ্গিপুর ও সামশেরগঞ্জে সংযুক্ত মোর্চার প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রের নির্বাচন স্থগিত হয়ে যায়। এই দুই আসনে বিধানসভা ভোট বাকি। এ ছাড়া পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তবে এখনও ওই বিধানসভা কেন্দ্রগুলির উপ নির্বাচনের দিন ঘোষণা করেনি কমিশন। অন্যদিকে, গোসাবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর ও খড়দহে জয়ী প্রার্থী কাজল সিনহা মারা যাওয়ায় এই দুই কেন্দ্রেও ভোট করাতে হবে।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতির জের, কেরলে একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে, শনিবার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে বলে অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি। যেখানে এখনও পাঁচ বিধানসভি কেন্দ্রে উপ নির্বাচন বাকি রয়েছে, সেখানে আজ কেন রাজ্যের একটিমাত্র বিধানসভাকেন্দ্র ভবানীপুরের উপ নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন? প্রশ্ন তুলছে তৃণমূল বিরোধী দলগুলিও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here