শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুলভাবে জয়ী তৃণমূল। তবে এই জয়ের পরে কোথাও করা যাবে না বিজয় মিছিল, স্পষ্ট নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি কেন্দ্রে এই বার্তা পৌঁছেও দেওয়া হয়েছে।
ভোট গণনা শুরুর অব্যবহিত পরেই দিনহাটা, শান্তিপুর,খড়দহ এবং গোসাবায় বিশাল ব্যবধানে এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থীরা।বেলা গড়াতেই দিকে দিকে শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের উল্লাস, সবুজ আবির খেলার পাশাপাশি চড়া গলায় স্লোগানও উঠতে থাকে।
ঠিক তখনি আসে অভিষেকের নির্দেশ। যেখানে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন , বিজয় মিছিল বা উল্লাস যেন না করা হয়। পাশাপাশি, খড়দহের বিজয়ী প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী প্রবীণ শোভনদেব চট্টোপাধ্যায় বলেন ‘‘আমাদের উল্লাস যেন কারও কাছে বিপদের কারণ না হয়!’’
আরও পড়ুনঃ নিশীথ গড়ে ধরাশায়ী বিজেপি, গোসাবায় রেকর্ড ভোটে জয়ী তৃণমূল, গেরুয়া শিবিরে জোর ধাক্কা দিচ্ছে বামেরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584