শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে উত্তরপ্রদেশে গিয়ে আক্রান্ত হতে হল বাংলার সিআইডি আধিকারিকদের। আলিগড়ের বিজেপি নেতা যোগেশ ভর্তানে ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়েছিলেন। শুক্রবার ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে গিয়েই উত্তরপ্রদেশে আক্রান্ত হন এরাজ্যের সিআইডির ৪ আধিকারিক।
২০১৭ সালে যোগেশ বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলতে পারবে তাকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরপরই বোলপুর থানায় অভিযোগ দায়ের হয় যোগেশের বিরুদ্ধে। সেই অভিযোগেরই তদন্তে নামে সিআইডি।
সেই সূত্র ধরেই শুক্রবার ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে উত্তর প্রদেশের আলিগড়ের গান্ধীপার্কে বাড়ি পৌঁছয় সিআইডির চার সদস্যের প্রতিনিধিদল। স্থানীয় গান্ধীপার্ক থানার পুলিশও তাঁদের সাথে যায়। সেখানেই সিআইডি প্রতিনিধি দলকে আলাদা ঘরে আটকে রেখে মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ। পরে গান্ধীপার্ক থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে সিআইডির ওই চার আধিকারিককে উদ্ধার করে।
আরও পড়ুনঃ এসসিও-র বৈঠকে তালিবান সরকারের সমালোচনায় সরব প্রধানমন্ত্রী, নাম না করে খোঁচা পাকিস্তানকে
এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উত্তরপ্রদেশে জঙ্গল রাজ চলছে, এটাই বলে দেয় অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের কি অবস্থা। সিআইডি আধিকারিকদের সাথে যা ঘটেছে তা নজিরবিহীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584