নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভোট প্রচারে বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী সব মিটিং-এ এক অদ্ভুত সুরে ‘দিদি….ওও দিদি’ বলে অত্যন্ত আশালীনভাবে সম্বোধন করছেন শুরু থেকেই। এনিয়ে প্রতিবাদ জানান অনেকেই।
কিন্তু এই ডাক যে সত্যিই বাংলার মেয়েদের জন্য বিপজ্জনক হয়ে যাবে এতটা অনেকেই বুঝতে পারেননি। নির্বাচনী প্রচারে বিজেপির অন্যতম ইস্যু মহিলাদের সুরক্ষা কিন্তু সে দলেরই প্রধানমন্ত্রীর কথা বলার ভঙ্গি নকল করে যখন রাস্তাঘাটে মেয়েদের ‘টিস’ করা হয় তা অত্যন্ত লজ্জাজনক।
আরও পড়ুনঃ কমিশনের নির্দেশে শীতলকুচি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, বিক্ষোভ কর্মসূচি রাজ্যজুড়ে
এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে বেঙ্গল সিটিজেন্স ফোরাম। এই মর্মে আমহার্স্ট স্ট্রিট থানায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ফোরামের সদস্যরা। অভিযোগ পত্রে তাঁরা লিখেছেন যে প্রধানমন্ত্রী যে সুরে ‘দিদি…ও দিদি’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করছেন ঠিক সেই সুরে রাস্তায় ইভ টিজিং এর মেয়েরা।
প্রধানমন্ত্রী কে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে নরেন্দ্র মোদির কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ প্রদর্শন করেন বেশ কিছু তরুণ তরুণী। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ ও করেন তাঁরা। শুধু থানায় এফআইআর করা হয়, এই বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনেও অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584