প্রথমে টুইট করে শুভেচ্ছা, পরে কবিতা লিখে কৃষকদের জয়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

0
105

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

আজ শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বহু বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়াত স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সাংসদে এই আইন প্রত্যাহার না করছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। তবে রাজনৈতিক মহল এই আইন প্রত্যাহারের ঘটনাটিকে উত্তর প্রদেশের ভোটের ‘টনিক’ হিসেবে মনে করছে।

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তবে যাই হোক কৃষকদের লাগাতার আন্দোলনের ফলস্বরূপ সরকারের পিছু ঘটনায় উচ্ছ্বসিত দেশের অধিকাংশ সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক মহল পর্যন্ত। কারণ এই কৃষক আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার বহু ঘৃণ্য নীতি অবলম্বন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কৃষকদের নাছোড় মনোভাবের কাছে পিছু হটতে বাধ্য হল মোদী সরকার।

প্রধানমন্ত্রীর কৃষক আইন প্রত্যাহারের ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে কৃষকদের শুভেচ্ছায় ভরিয়ে দিতে শুরু করে । বাদ যায়নি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বরাবরই দেশজুড়ে বিজেপি বিরোধী অন্যতম আলোকিত মুখ। তাই তিন কৃষি আইন পাশের পর থেকেই তিনি তীব্র বিরোধিতা করে এসেছেন। পাশাপাশি কৃষকদের আন্দোলন কে সর্বাত্মকভাবে সমর্থন জুগিয়েছেন। তাই কৃষকদের এই জয়ে, তিনি প্রথমে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কৃষকদের এই জয়কে তাদেরই জয় বলে আখ্যায়িত করেন।

Mamata Banerjee wrote a poem
মুখ্যমন্ত্রীর লেখা কবিতা

তবে তিনি শুধু টুইট করেই থেমে থাকেননি। এক কদম এগিয়ে তিনি কৃষকদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে কবিতা লিখেছেন। যে কবিতায় তিনি কৃষকদের প্রসংশায় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি বিজেপি সরকার কে খোঁচা দিয়ে ঔদ্ধত্য ও অহংকারী বলে আখ্যায়িত করেছেন। মূখ্যমন্ত্রী নিজে তাঁর নিজস্ব অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে কবিতাটি পোস্ট করেন আজ। তারপর থেকেই কবিতাটি ভাইরাল হতে শুরু করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here