অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মুস্তাক আলি টি-টোয়েন্টির মত বিজয় হাজারেতেও সেই ধারাবাহিকতার অভাব জয় দিয়ে শুরু করলেও এদিন চন্ডীগড়ের কাছে হার বাংলার। এদিন ইডেনে ৫ উইকেটে পরাজিত বঙ্গ ব্রিগেড। এদিন ইডেনে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় চন্ডীগড়। ব্যর্থ বাংলার টপ অর্ডার। ব্যাটিং লাইনের হাল ধরেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ৫৯ রান করেন তিনি।
এছাড়া শ্রীবৎস গোস্বামী আর অভিমন্যু ঈশ্বরণ ৩৫ রান করে করেন। ৫০ ওভারে ২৫৩ রান তোলে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে চন্ডিগড়ের আরশলান দুরন্ত ব্যাটিং করেন। তিনি ৯৫ বলে ৮৮ রান করে আউট হন। ৭১ রান করেন শিভম ।
আরও পড়ুনঃ এখনই তৃণমূলে যাচ্ছেন না মনোজ, ইঙ্গিতে জানালেন নিউজফ্রন্টকে
৪৮ ওভার ৫ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৫৭ রান তুলে ফেলে চন্ডীগড়। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় তাঁর। ইশান পোড়েল ছাড়া কোনো বাংলার বোলার ছাপ ফেলতে ব্যর্থ। বাংলার অধিনায়ক অনুস্টুপ মজুমদার জানান, “টস হারাটা ফ্যাক্টর হয়ে গেল। যদি টপ অর্ডার রান করে বড় অঙ্ক তুলতো ভালো হত।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584