অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে পরপর দুই ম্যাচ জিতে শুরুটা ভালোই করেছে বাংলা। প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতেছে ওড়িশার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৬ রানে জয়। এবারে আগামীকাল হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেনে জয়ের হ্যাটট্রিক চাইছে টিম বেঙ্গল।
রান রেট বাড়িয়ে নেওয়ার ব্যাপারটাও মাথায় রাখছেন অধিনায়ক। কারণ, এই মুহুর্তে বি-গ্রুপে ২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে তামিলনাড়ু। বাংলার ও ঝুলিতেও ৮ পয়েন্ট। তবে রান রেটের বিচারে এগিয়ে দীনেশ কার্তিকের দল। তাদের রান রেট ২.৮৩২।
আরও পড়ুনঃ আইসিসি’র সমীক্ষায় বিরাটকে টক্কর দিলেন ইমরান
সেখানের বাংলার রান রেট ২.০৫৫ । পেস বোলিং ও টপ অর্ডার ঠিক থাকলেও ভারতের মিডল অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। এদিন বাংলা দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার জানান,’জয়ের হ্যাটট্রিক তো বটেই একই সঙ্গে আমরা নেট রান রেট নিয়ে আমরা ভাবছি।” খেলাটা হবে রাতে শিশির ফ্যাক্টর থাকবে সেই বিষয় নিয়ে অনুষ্টুপ জানান, “আমরা ইডেনে ফ্লার্ড লাইটে অনেক খেলেছি তাই এটা কোনো ফ্যাক্টর হবে বলে আমি মনে করছি না। ছেলেরা প্রস্তুত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584