মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সম্প্রতি ম্যালেরিয়া আক্রান্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। অবস্থার অবনতির কারণে গত রবিবার তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রাজ্যপাল।
পুজোর সময় সপরিবারে উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দিন দশেক উত্তরবঙ্গে ছুটির মেজাজেই ছিলেন তিনি। এরপর দিল্লিতে ফিরেই অসুস্থবোধ করেন ধনকড়। শুক্রবার হঠাৎই জ্বর আসে তাঁর। শনিবার তাঁর রক্তের নমুনা পরীক্ষা করা হয়।
রবিবার সেই রক্ত পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন রাজ্যপাল। যেহেতু তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, তাই দিল্লিতে রাজ্য সরকারের গেস্ট হাউজেই চিকিৎসা চলছিল তাঁর। সূত্রের খবর, চিকিৎসা চলা স্বত্ত্বেও তাঁর জ্বর কমছিল না। তাই সোমবার জগদীপ ধনকড়কে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
Grateful to Dr Randeep Guleria, Director #aiimsdelhi & Dr @neerajnischal ,his dedicated team for effectively & comprehensively addressing health issues.
Leaving AIIMS in a state of fitness.
Greatly appreciate professionalism by AIIMS Doctors & Nursing Staff. Very commendable. pic.twitter.com/X1f17Qx5Pr
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 28, 2021
রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে ফোন করে খোঁজ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বৃহস্পতিবার সকালে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরলেন জগদীপ ধনখড়।
আরও পড়ুনঃ মোড় ঘুরতে গিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, মৃত কমপক্ষে ৮
হাসপাতাল থেকে বেরিয়ে এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলারিয়াকে ও নিরজ নিশ্চলকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লেখেন, ‘অসুস্থতার সময় আমার দেখাশোনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি সুস্থ হয়ে এইমস ছাড়ছি। এইমসের চিকিৎসক ও নার্সিং স্টাফদের পেশাদারিত্ব সত্যিই প্রশংসনার যোগ্য।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584