Durga Puja2021: এবারও পুজো কমিটিগুলিকে দেওয়া হবে ৫০ হাজার টাকা, ঘোষণা রাজ্য সরকারের

0
68

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মা আসছেন। মর্ত্যলোকে দেবী দুর্গার আগমনী বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। শরতের হওয়া গায়ে মেখে শিউলিফুলের গন্ধে মেতে উঠেছে আট থেকে আশি সকলে। এসবের মধ্যেও দুর্গাপুজোর আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। করোনার তৃতীয় ঢেউ আশঙ্কায় সতর্ক হচ্ছে রাজ্য। জোর দেওয়া হয়েছে টিকাকরণে।

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাহলে কি এবছর আর পুজো হবে না? মনখারাপ যখন গ্রাস করছে সবাইকে, তখনই সুখবর এল ঘরে ঘরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, যে গতবছরের মতো এবছরও কোভিডবিধি মেনে পুজো হবে। এরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলল আমজনতা। যেন এক পরীর মতো আপামর বাঙালিকে জাদুকাঠি ছোঁয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার করোনাকালে কীভাবে দুর্গাপুজো করা হবে সেবিষয়ে বৈঠক করে জানালেন মুখ্যসচিব। দুর্গাপুজোর বাকি আর মাত্র এক মাস। তার আগেই কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসল রাজ্য প্রশাসন। কোভিড পরিস্থিতিতে কী কী বিধি মেনে পুজো হবে, কেমন হবে মণ্ডপ, রাজ্য প্রশাসনের ভূমিকা কী হবে, তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুনঃ দেরি নয়, মানুষের সুরক্ষার স্বার্থে নির্ধারিত সময়ের আগেই সেকেন্ড ডোজ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

এদিন মুখ্যসচিব বলেন, “রাজ্যে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তা স্বত্ত্বেও কোভিডের জন্য অনেক পুজো কমিটি স্পনসর পায়নি। সেই কারণে মুখ্যমন্ত্রী আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটাই আমি পড়ে শোনাচ্ছি। গতবছরে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এবারেও সেগুলো বজায় থাকছে।”

আরও পড়ুনঃ ‘ভবানীপুর উপ নির্বাচনে সুবোধকে প্রার্থী করা উচিত বিজেপির’, বললেন তথাগত রায়

তিনি আরও বলেন, “এবছরও কোভিড বিধি মেনেই পুজো হবে। প্রতিবারের মতোই রাজ্যের পুজো কমিটিগুলিকে এবার কোভিডবিধি মেনেই পুজো করতে হবে। এবারও পুজো কমিটিগুলিকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হল এদিন। মকুব করা হয়েছে পুজোর লাইসেন্স ফি-ও।”

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কর্তারাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here