নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পেগাস্যাস মামলায় শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে রাজ্য সরকার জানালো বিদেশি স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে নজরদারি চালানো হয়েছে কিনা তা জানতেই গঠন করা হয়েছে তদন্ত কমিশন।
পেগাস্যাস কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে। একই বিষয়ে কেন সমান্তরাল তদন্ত করা হচ্ছে সেই প্রশ্ন তুলে একটি এনজিও-র তরফে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এরপরই ওই মামলায় কেন্দ্র এবং রাজ্যকে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট। তার উত্তরেই এদিন হলফনামা জমা দিল রাজ্য।
আরও পড়ুনঃ ২ সেপ্টেম্বরের মধ্যে আমফান দুর্নীতি মামলায় রাজ্যের পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের
রাজ্য সরকার এও জানিয়েছে যে, সমান্তরাল তদন্ত চালানোর জন্য এই কমিশন গঠন করা হয়নি। পেগাস্যাস কাণ্ডে পশ্চিমবঙ্গেরও অনেক মানুষের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে কারণে তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে এবং কোনও বিদেশি স্পাইওয়্যার যাতে রাজ্যের মানুষের ফোনে আড়ি পাততে না পারে তা নিশ্চিত করতেই গঠন করা হয়েছে এই তদন্ত কমিশন।
আরও পড়ুনঃ আট ঘন্টা হাজতবাসের পর জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে
এই উত্তরের পাশাপাশি একটি হলফনামা জমা দিয়ে রাজ্য সরকার অভিযোগ তুলেছে যে, মামলাকারী এনজিওটির সঙ্গে আরএসএস এবং স্বদেশি জাগরণ মঞ্চের যোগ রয়েছে। নিরপেক্ষ তদন্তে বাধা দিতেই এই কমিশন বাতিলের দাবিতে মামলাটি দায়ের করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584