বাড়ছে ওমিক্রন আতঙ্ক! বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

0
68

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ওমিক্রন রুখতে এবার বিদেশ থেকে রাজ্যে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। কলকাতা বিমানবন্দরে নামার পর কোভিড রিপোর্ট পজিটিভ আসলে ওই যাত্রীকে থাকতে হবে স্বাস্থ্য দফতরের আইসোলেশনে, যা বাধ্যতামূলক।

Kolkata airport
ফাইল চিত্র

স্বাস্থ্য দফতরের জারি নয়া নির্দেশিকায় বলা হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রী কোভিড পজিটিভ হলেই কোনরকম হোম আইসোলেশন চলবে না, রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে থাকা হেলথ ফেসিলিটিতে থাকতে হবে। বিমানবন্দরে পৌঁছনো মাত্র নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর টেস্টের রিপোর্ট পজিটিভ এলে জিনোম সিকোয়েন্সিংয়ে দ্রুত নমুনা পাঠানো হবে। জেনোম সিকোয়েন্সিং রিপোর্টে যদি কারও ওমিক্রন পজিটিভ আসে, তাহলে ৪৮ ঘণ্টার ব্যবধানে ২ বার আরটিপিসিআর টেস্ট করতে হবে। আর ওই রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়া যাবে না। এছাড়া রাজ্যে আসা ওমিক্রন সন্দেহভাজনদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে। তবে ওই ওয়ার্ডে অন্য কোনো কোভিড রোগীকে রাখা যাবে না। আইসোলেশন ওয়ার্ড থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, সে ব্যাপারেও জোর দিতে বলা হয়েছে। রাজ্যে ওমিক্রন যাতে ডেল্টার মতো ছড়িয়ে না পরে সে জন্য আট দফার এই নির্দেশ দেওয়া হয়েছে নতুন আইসোলেশন গাইডলাইনে।

আরও পড়ুনঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪০, একদিনে করোনার বলি ১২

প্রসঙ্গত, গতকালই ওমিক্রন নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ চিঠি দিয়েছেন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। চিঠিতে বলা হয়েছে, ওমিক্রন যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে জেলাস্তরে ও এলাকাভিত্তিক দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার এই প্রজাতি ডেল্টার থেকেও ৩ গুণ বেশি সংক্রামক। আর তাতেই বাড়ছে উদ্বেগ। ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার এই নিয়ে বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ মায়ানমারে জেড মাইন খনিতে ধস! নিখোঁজ ৭০, আহত ২৫, মৃত ১

উল্লেখ্য, দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১৩। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক রোগীর খোঁজ মিলেছে দিল্লিতে। দিল্লিতে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭। যার পরই রয়েছে মহারাষ্ট্র, আক্রান্ত ৫৪ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here