হাইকোর্টের রায়ে স্বস্তি পেয়েছিলেন শুভেন্দু, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

0
58

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

গ্রেপ্তার করা যাবে না শুভেন্দু অধিকারীকে, সোমবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। সোমবার বিচারপতি মান্থা নির্দেশ দেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা কোন ফৌজদারি মামলায় তাঁকে গ্রেপ্তার করা যাবে না। শুধু তাই নয়, বিরোধী দলনেতার বিরুদ্ধে ভবিষ্যতে কোন এফআইআর হলে শুভেন্দুকে সেই মামলায় গ্রেপ্তার করতেও আদালতের অনুমতি লাগবে।

Calcutta highcourt

আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে আবেদন করলো রাজ্য সরকার। আদালত সূত্রে পাওয়া খবর, বুধবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে হতে পারে এই আবেদনের শুনানি।

শুভেন্দু অধিকারী হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন যে, তাঁর বিরুদ্ধে কলকাতা-সহ রাজ্যের পাঁচটি থানায় দায়ের হওয়া পাঁচটি মামলা হয় খারিজ করা হোক অথবা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য ছিল সবকটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

আরও পড়ুনঃ দেরি নয়, মানুষের সুরক্ষার স্বার্থে নির্ধারিত সময়ের আগেই সেকেন্ড ডোজ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তাই তাঁর মর্যাদার কথা বিবেচনা করেই তদন্তের গতিপ্রকৃতি নির্ধারিত করতে হবে। সিআইডি বা পুলিশ যখন তখন জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেই যে তিনি হাজির হতে পারবেন এমনটা সম্ভব না হতেও পারে।

আরও পড়ুনঃ ‘ভবানীপুর উপ নির্বাচনে সুবোধকে প্রার্থী করা উচিত বিজেপির’, বললেন তথাগত রায়

এছাড়াও বিচারপতি মান্থা নির্দেশ দেন কোনভাবেই গ্রেপ্তার করা যাবে না শুভেন্দুকে, এমনকি নতুন মামলায় গ্রেপ্তারের আগেও অনুমতি লাগবে আদালতের। তবে আদালত একথাও জানায় যে শুভেন্দুকেও তদন্তে সহযোগিতা করতে হবে। মামলার পরের শুনানি ধার্য করা হয়েছিল ছয় সপ্তাহ পরে। তার আগেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here