নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। পাশাপাশি পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে রাজ্য পরিবহণ নিগমের বাসগুলিকে ইতিমধ্যেই সিএনজি জ্বালানিতে পরিবর্তন করার কাজ শুরু হয়েছে। এবার ব্যাটারিচালিত বৈদ্যুতিক এবং CNG চালিত গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে রেজিস্ট্রেশন ফি এবং রোড ট্যাক্সে ছাড়ের প্রস্তাব আনলো রাজ্য সরকার। পরিবহণে বেসরকারি বিনিয়োগে উৎসাহ দিতে ২০২২-২৩ আর্থিক বর্ষের বাজেটে এই ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
WBTC-র ৩০০টি এবং SBSTC-র ১০০টি বাসকে সিএনজিতে পরিবর্তন করার কাজ চলছে। বেসরকারি বাসমালিকদেরও একইভাবে বাসের জ্বালানিতে বদল করতে বলা হয়েছে। তবে ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফিতে ছাড় দেওয়ায় অনেক পরিবহণ মালিকই এবার সিএনজি গাড়ি নামাতে আগ্রহী হতে পারেন বলেই মনে করা হচ্ছে। আগ্রহ বাড়তে পারে বৈদ্যুতিক ব্যক্তিগত গাড়ী কেনায়। রাজ্য সরকার সিইএসএল-এর আরও ২০০০টি ইলেকট্রিক বাস চালানোর উদ্যোগ নিচ্ছে। তাই পরিবহণ ডিপোগুলোতে তৈরি করা হচ্ছে চার্জিং স্টেশন।
আরও পড়ুনঃ রাজ্যসভার সাংসদ থেকে রাষ্ট্রপতি নির্বাচন, ৪ রাজ্যের বিধানসভার ফলে এবার চিন্তামুক্ত বিজেপি
তবে অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, সিএনজির প্যাকেজ না হলে এই বাস রাস্তায় নামানো অসম্ভব। শুধুমাত্র ট্যাক্স বা রেজিস্ট্রেশন ফি’তে ছাড়ই যথেষ্ট নয়। একই বক্তব্য সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহারও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584