নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অতিমারি পরিস্থিতিতে দুঃস্থদের জন্য সাহায্যার্থে বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। নবান্নের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয় যে, প্যাকেটে করে শুকনো খাবার পৌঁছে দেওয়া হবে দুঃস্থদের কাছে। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই মর্মে এদিন নির্দেশও দিয়েছেন সব জেলাশাসককে। রাজ্যে নতুন করে জারি হওয়া বিধি নিষেধের ফলে অনেক দিন আনা দিন খাওয়া মানুষেরও কাজ পেতে সমস্যা হচ্ছে। কিন্তু তাঁদের অন্ন সংস্থানে যাতে সমস্যা না হয় তাই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের।
নির্দেশে বলা হয়েছে যে, সমস্ত দুঃস্থ মানুষদের কাছে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের প্যাকেট সহ শুকনো খাবার দেওয়া হবে রাজ্যের তরফে। জেলা শাসকদের বলা হয়েছে এই খাবার যাতে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ বিতর্কের জেরে স্বাস্থ্য দপ্তর প্রত্যাহার করল মোলনুপিরাভির ও মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপির অনুমতি
এছাড়াও যেসব করোনা আক্রান্ত হোম আইসোলেশনে রয়েছেন কিন্তু বাইরে বেরিয়ে খাবার কিনে আনা সম্ভব নয় তাঁদেরও একই ভাবে খাবার পৌঁছে দিতে বলা হয়েছে। প্রয়োজনে স্থানীয় থানার পুলিশের সাহায্য নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584