প্রাথমিকে ৭ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করবে রাজ্য

0
178

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

চাকরীপ্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। এই করোনা পরিস্থিতির মধ্যেই কর্মসংস্থানে জোর দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি ঘোষণা করেছিলেন ‘এবার টার্গেট শিল্প’। সেই লক্ষ্যপূরণ নিয়েই এদিন বৈঠকে বসেছিল রাজ্য ক্যাবিনেট। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

Mamata Banerjee
সৌজন্যেঃ এনডিটিভি

রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান নিয়ে এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তার মধ্যেই রয়েছে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের মতো সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ কোভ্যাক্সিনের অভাব, ফের শহরের সব টিকাকেন্দ্র বন্ধ করল কলকাতা পুরসভা

আজ মন্ত্রীসভার বৈঠকে শিক্ষক চাকরিপ্রার্থীদের জন্য এদিন বড় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকে ৭ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। উত্তর ২৪ পরগনা এবং মালদহ ডিভিশনের জন্য নতুন ৩১৭৯ টি প্রাথমিক শিক্ষক পদের অনুমোদন করল মন্ত্রীসভা। শুধু তাই নয়, পুরনো অর্থাৎ ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের আরও ৩৯২৫টি শূণ্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্তও হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here