ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
রমজান মাসে বাড়িতেই রোজার নামাজ পড়ার অনুরোধ জানানো বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া শুক্রবার এক ভিডিও বার্তায় সমস্ত মুসলিমদের প্রতি বার্তা জানিয়েছেন।

তিনি বলেন,”সরকার বলেছে বলেই লকডাউন পালন করতে হবে তা নয়। লকডাউন করতে হবে আপনার ও আপনার পরিবারের জন্য। একবার সংক্রমণ ছড়ালে আর রোখা যাবে না। মনে রাখবেন, ইসলাম যুক্তিকে অস্বীকার করতে শেখায় না।”
আরও পড়ুনঃ পুলিশ সুপার পরিবর্তন মুর্শিদাবাদের
উল্লেখ্য মুসলিম ধর্মের রীতি অনুযায়ী প্রত্যহ পাঁচবার নামাজ পড়া ফরজ রয়েছে। এমনিতেই মসজিদে গিয়ে জমায়াতের সাথে নামাজ পড়েন অনেক মুসলিম ধর্মপ্রাণ মানুষ। তবে রমজান মুসলিম ধর্মের যেহেতু একটি বিশেষ মাস এবং সমস্ত রোজাদাররা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়েন। তাই করোনার জারি হওয়া লকডাউন পরিস্থিতিতে যাতে কোন মুসলিম ধর্মাবলম্বী মানুষ তা অমান্য না করেন সেজন্য বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন সতর্কতার সাথে এই বার্তা দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584