মোদির রাজ্য সফর ‘গো ব্যাক’ ধ্বনিতে ভরিয়ে দিতে প্রস্তুতি তুঙ্গে

0
380

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় মোদির পশ্চিমবঙ্গ সফর ‘গো ব্যাক’ ধ্বনিতে ভরিয়ে দিতে প্রস্তুতি তুঙ্গে।

‘গো ব্যাক মোদি’- এই হ্যাসট্যাগে টুইটার উত্তাল, উত্তাল সোশ্যাল মিডিয়া। আজ আরো উত্তাল হওয়ার আঁচ পাওয়া যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে। বিশেষ করে উত্তাল হবে মিছিল নগরী কলকাতা। কিছু রাজনৈতিক সংগঠন ডাক দিলেও, আজ সেটা সাধারণ মানুষের জমায়েতে পরিণত হবে বলে অন্তত সোশ্যাল মিডিয়ার দাবি।

বিভিন্ন সূত্রে জানা গেছে শুধু কলকাতা থেকেই নয় জেলা থেকেও বাস ভাড়া করে কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে মানুষ বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করতে গেলে প্রশাসনের ভূমিকা কি হতে পারে, কি কি পদক্ষেপ নিতে পারে সমস্ত কিছু খতিয়ে দেখে  ইতিমধ্যেই শুক্রবার রাতেই আলোচনা সেরে নিয়েছে সিপিএম ও প্রদেশ কংগ্রেস।

নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জি বিরুদ্ধে বিভিন্ন সময় পথে নামলেও আজ কোন কর্মসূচি রাখেনি তৃণমূল কংগ্রেস। তবে জানা গেছে তৃণমূলের ছাত্র সংগঠন আজ রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ চালাবে। এ বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান যে প্রধানমন্ত্রী আসতেই পারেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যান। সরকারি কাজে উনি এলে স্বাগত, কিন্তু দলীয় বক্তব্য হলেই যুক্তি দিয়ে প্রতিবাদ হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here