নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
নারদা মামলায় বিধানসভা অধ্যক্ষের অনুমতি ছাড়াই নির্বাচিত বিধায়ক ও রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি ও সিবিআই। ইডি-র বিশেষ আদালত সেই চার্জশিটের পরিপ্রেক্ষিতে সমনও জারি করে। নিয়ম অনুযায়ী, বিধায়ক বা মন্ত্রীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হলে তা স্পিকারকে জানাতে হয়। কিন্তু এক্ষেত্রে কিছুই স্পিকারকে জানিয়ে করা হয়নি।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, এই দুই সংস্থার তদন্তকারী আধিকারিককে তলব করতে চলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নারদা মামলায় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে ইডির পেশ করা চার্জশীটের প্রেক্ষিতে সমন ইস্যু করে ইডি-র বিশেষ আদালত।
আরও পড়ুনঃ কয়লা পাচার কান্ডে অভিষেককে এক মাসের মধ্যে তৃতীয়বার নোটিশ ইডি-র
জানা গিয়েছে, এ নিয়ে শুক্রবার বিধানসভায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী চার্জশিট দাখিলের জন্য বিধানসভার স্পিকারের ছাড়পত্রের প্রয়োজন হয়। কিন্তু নারদা মামলায় স্পিকারের কোনও অনুমোদন নেওয়া হয়নি।
আরও পড়ুনঃ করোনার প্রভাব কাটিয়ে দ্রুত চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতি, দাবি মোদীর
স্পিকার জানিয়েছেন, তাই ফিরহাদদের বিরুদ্ধে চার্জশিট পেশের ক্ষেত্রে আইন মানেননি ইডি আধিকারিকেরা। তাঁর দাবি এসবই ইচ্ছাকৃতভাবে করছে দুই কেন্দ্রীয় এজেন্সি। এরপরই বিমানবাবু ইডি এবং সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের চিঠি লেখার সিদ্ধান্ত নেন। বিধানসভার সচিবালয়ে লেখা এই চিঠি দিয়েই তলব করা হবে ইডি আধিকারিকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584