মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
বর্তমানে মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের শারিরীক অবস্থা সঙ্কটজনক। সেই কারণেই তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিধায়ককে। যে কারণে প্রাথমিকভাবে তাঁকে আইসিইউ-তে রাখা হয়।
শনিবারই শারীরিক অবস্থার অবনতি হলে সাধনবাবুকে ভেল্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একাধিক কো-মর্বিডিটি থাকার কারণে চিকিৎসকরা কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ। সেই জন্যই ভেন্টিলেশনে রাখা হয়েছে সাধনবাবুকে।
চিকিৎসকরা জানাচ্ছেন, ইনফ্লুয়েঞ্জার সঙ্গে বয়সজনিত কারণে তাঁর শরীরের অন্যান্য সমস্যা বড় আকার নিয়েছে। সেই কারণে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সেই মতো চিকিৎসাও চলছে।
আরও পড়ুনঃ পিকের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শরদ পাওয়ার! রাজধানীতে প্রশ্নের ঝড়
হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রী সাধনপাণ্ডের এখনও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। তাঁর হৃদস্পন্দন এবং রক্তচাপের মাত্রাও সন্তোষজনক নয় বলেই জানা গিয়েছে। আপতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন এই মন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584