মোহনা বিশ্বাস, কলকাতাঃ
ভাড়া না বাড়ালে ধর্মঘটের হুঁশিয়ারি বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের। আগামী ১২ ও ১৩ আগস্ট ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দাবি, নূন্যতম ভাড়া ৫০ টাকা। তারপর প্রতি কিলোমিটারে ২৫ টাকা ভাড়া করতে হবে।
করোনা পরিস্থিতির জেরে রাজ্যে এখনও কিছু বিধিনিষেধ রয়েছে। তবে গণ পরিবহণ অনেক শিথিল করে দেওয়া হয়েছে। যাত্রী সংখ্যাও বেড়েছে। মেট্রো রেলের সময়সীমা বাড়ানো হয়েছে। এদিকে, পাবলিক বাসও রাস্তায় নেমেছে। পাশাপাশি ট্যাক্সি গুলিও রয়েছে। তবে এবার বিধি নিষেধ কিছুটা শিথিল হতেই ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবি উঠেছে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দাবি, ন্যূনতম ভাড়া ৫০ টাকা করতে হবে। আর যদি ভাড়া বাড়ানো না হয় তাহলে ১২ ও ১৩ অগাস্ট ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফ থেকে।
আরও পড়ুনঃ এনএইচআরসি-র কমিটির সদস্যদের বিজেপি যোগ, বিস্ফোরক অভিযোগ রাজ্যের
জ্বালানি তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে একলাফে গত মাসেই ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছিল অ্যাপ ক্যাব ওলা, উবর। কিলোমিটার পিছু ১০ টাকার বদলে ভাড়া বাড়িয়ে করা হয় ১৪ টাকা ৭০ পয়সা। পেট্রোলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে। একইভাবে বাড়ছে ডিজেলের দামও।ভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস মালিক সংগঠনগুলি। ইতিমধ্যে ভাড়া বাড়িয়েও দিয়েছে অ্যাপ ক্যাবগুলি। সেরকমই জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এবার ভাড়াবৃদ্ধির দাবীতে পথে নামতে চলেছে ট্যাক্সি অ্যাসোসিয়েশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584