দল ঘোষণা শুক্রবার শুরু বাংলার অনুশীলন, নেই মনোজ

0
73

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

পরের ফেব্রুয়ারী মাসেই রঞ্জি ট্রফি। তাই গতবারের রঞ্জি রানার্স বাংলা দল চাইছে এবার চ্যাম্পিয়ন হতে। সম্ভবত এবার টুর্নামেন্ট করোনার জন্য দেরিতে শুরু হওয়ার জন্য নক আউট করতে পারে বোর্ড। তবে যেভাবেই হোক বঙ্গ ব্রিগেড তৈরি। আর শুক্রবার থেকেই রঞ্জি ট্রফির জন্য প্রস্তুতি শিবির শুরু করছে বাংলা।

Bengal Cricket | newsfront.co

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ব্যাটিং পরামর্শদাতা ভি ভি এস লক্ষ্মণের তত্ত্বাবধানে ৩২ জনকে নিয়ে শুরু হচ্ছে এই শিবির। নির্বাচিতদের তালিকায় নাম থাকলেও চোট থাকায় এই শিবিরে আপাতত থাকছেন না মনোজ তিওয়ারি। তবে মনোজের চোট সারবে রঞ্জি শুরুর আগে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

Bengal cricket association | newsfront.co

সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, ‘‘মনোজের চোট থাকায় আপাতত শিবিরে যোগ দেবেন না তিনি। সুস্থ হলেই অনুশীলন শুরু করবেন।”

মনোজ জানান, ‘‘মরসুমের শুরু থেকেই বাঁ হাঁটুতে চোট আছে আমার। সেটা বেড়েছে। তাই আমাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। চোট সারিয়ে অনুশীলনে ফিরব আমি।’’ কোচ অরুণ লাল অভিমন্যু ঈশ্বরণকে সরিয়ে অনুষ্টুপ মজুমদারকে অধিনায়ক করার কথা বললেও সিএবি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় নি।

আরও পড়ুনঃ ভিভোই থাকতে চলেছে আইপিএলের টাইটেল স্পনসর

বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, অভিষেক রমন, ঈশান পোড়েল, কৌশিক ঘোষ, কাজি জুনেদ সইফি, ঋত্বিক রায়চৌধুরি, শুভম চট্টোপাধ্যায়, বিবেক সিংহ, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, সুদীপ ঘরামি, মুকেশ কুমার, আকাশ দীপ, নীলকণ্ঠ দাস, অরিত্র চট্টোপাধ্যায়, সন্দীপন দাস, মহম্মদ কাইফ, কাইফ আহমেদ, সুমিত মহন্ত, ঋত্বিক চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, প্রয়াস রায়বর্মন, শ্রেয়ান চক্রবর্তী, সুজিত যাদব, সুমন্ত গুপ্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here