অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সৈয়দ মুস্তাক আলিতে বাংলার জয়ের ধারা অব্যাহত। এদিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ওভারে বাংলার স্কোর দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৬১ রান।
বিবেক সিং সেঞ্চুরি করেন। ৬৪ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং শেষপর্যন্ত অপরাজিত ছিলেন। শ্রীবৎস গোস্বামী ২৭ রান করেন। মনোজ তিওয়ারি করেন ১২ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলার বোলিংয়ের সামনে শুরু বিপাকে পরে ঝাড়খণ্ড। বাংলার বোলিং দাপটের কাছে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ঝাড়খণ্ডের ব্যাটসম্যানরা। বিরাট সিং ৪৭ এবং উৎকর্ষ সিং ২৮ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। ঈশান কিষান করেন ২২ রান। বাংলার হয়ে ঈশান পোড়েল চার ওভার হাত ঘুরিয়ে নেন ৩টি উইকেট ৩৪ রানের বিনিময়ে।
আরও পড়ুনঃ হনুমার ইনিংস সেঞ্চুরির সমানঃ অশ্বিন
ঋত্বিক চট্টোপাধ্যায় চার ওভারে দেন মাত্র ২৫ রান, নেন ২টি উইকেট। একটি করে উইকেট পান মুকেশ কুমারের, শাহবাজ আহমেদ, আকাশদীপ এবং অর্ণব নন্দী। বাংলার বিরুদ্ধে লড়াই করেও ১৬ রানে হেরে যায় ঝাড়খণ্ড।
পরবর্তী ম্যাচ ১৪ জানুয়ারি হায়দ্রাবাদের বিরুদ্ধে । এদিন বিবেক সিং জানান,’খুব ভালো লাগল বাংলাকে জেতাতে পারলে সব সময় ভালো লাগে। এই ইনিংসটা আমি আমার বাবাকে উৎসর্গ করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584