তৃতীয় দিনের পর ঘুরে দাঁড়ানো বাংলা দল করল বাজিমাত

0
74

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Bengal team winner of coochbehar trophy
নিজস্ব চিত্র

বিগত তিন দিনের সেশনে বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচের রাশ হাত বদলের পর দেখা গেল অন্য চিত্র।তৃতীয় দিনের শেষে উইকেট খুইয়ে ধুকতে থাকা বাংলার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা ম্যাচের অন্তিম দিনে রুপোলী পর্দার বাজিগরের মতন ম্যাচের বাজি পালটে দিয়ে ম্যাচ পকেটে পুরে নিলেন।বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোচবিহার ট্রফির বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচের অন্তিম দিনে অঙ্কিত-এর ব্যাটে ভর করে বাংলার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা নিজেদের নিংড়ে দিয়ে মধ্যপ্রদেশকে হারিয়ে ৪ উইকেটে ম্যাচ জেতাল বাংলা-কে।

Bengal team winner of coochbehar trophy 2
নিজস্ব চিত্র

মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে ৭৭ রানের লিড এবং দ্বিতীয় ইনিংসে করা ১৯৫ রান মিলিয়ে মোট ২৭৩ রানের টার্গেট ধাওয়া করতে নামা বাংলা দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনে ৭৫ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে,ফলে চতুর্থ দিনের খেলা শুরুর পূর্বেও অতিবড় বাংলা সমর্থকরাও ম্যাচ জেতার আশা ছেড়ে দিলেও বাংলার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা ম্যাচের অন্তিম দিনে বালুরঘাট স্টেডিয়ামের বাইশ গজে ব্যাট হাতে নেমেছিল নাছোড়বান্দা জয়ের মনোভাব নিয়ে।বৃহস্পতিবার সকালে অন্তিম দিনের খেলা শুরু হওয়ার পর বাংলা দলের দলগত ১১১ রানের মাথায় এদিন পঞ্চম উইকেটের পতন হলেও বাংলার পরবর্তী ব্যাটসম্যানদের ব্যাট করার মধ্যে ম্যাচ জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞতার ছাপ ছিল স্পষ্ট।তাই সৌরভ পাল ব্যক্তিগত ৩৭ রান করার পর রান আউট হয়ে সাজঘরে ফিরলেও অঙ্কিত চক্রবর্তী করণ লালকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান এবং এই দুই প্রত্যয়ী ব্যাটসম্যানই অপরাজিত থেকে বাংলাকে পৌছে দেন ২৭৬ রানে।দলকে জেতাতে দ্বিতীয় ইনিংসে চাপের মুখে বাংলার ব্যাটসম্যান অঙ্কিত চক্রবর্তীর অপরাজিত ১১১ রান অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রেও যেখানে শিক্ষনীয় উদাহরণ হবে বলে মনে করছে বাংলা সমর্থকরা সেখানে আট নম্বরে ব্যাট করতে নামা করণ লাল-এর অপরাজিত ৪৯ রান দর্শকদের মুগ্ধ করেছে।

Bengal team winner of coochbehar trophy 3
নিজস্ব চিত্র

শুধু ব্যাটসম্যানরা নয়,ব্যাটসম্যানদের পাশাপাশি ম্যাচে বিশেষ ছাপ রেখেছে বাংলা দলের ক্রিকেটার প্রয়াস রায় বর্মণ-ও।এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬১.১ ওভার বল করে ১১৬ রানের বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের এই নব সদস্য তুলে নিয়েছে নয়টি উইকেট।তবে অন্যদিকে চারদিনের এই ম্যাচ শেষে ম্যাচের পরিসংখ্যানগত তথ্য উস্কে দিয়েছে বালুরঘাট স্টেডিয়ামে ভবিষ্যতে আরও বড় ম্যাচ আয়োজনের সম্ভাবনাকেও।ম্যাচের পরিসংখ্যানগত তথ্যের উপর আলোকপাত করলে দেখা যাচ্ছে চার দিনের এই ম্যাচে দুই দলেরই দুই ইনিংস মিলিয়ে বালুরঘাট স্টেডিয়ামের বাইশ গজে দুটি শতরান,চারটি অর্ধশতরান যেমন হয়েছে তেমনি ৩৬টি উইকেটও পড়েছে।ম্যাচের পরিসংখ্যানগত এই তথ্যই বলছে স্পোর্টিং উইকেটের তকমা নিয়ে বালুরঘাট স্টেডিয়ামের এই বাইশ গজ খুব শীঘ্রই বি.সি.সি.আই-এর কর্তাদের হয়ত নজরে আসতে চলেছে আরও বড় ম্যাচ আয়োজনের স্থান হিসাবে বালুরঘাট স্টেডিয়ামকে বাছবার ক্ষেত্রে।

আরও পড়ুনঃ কালনা পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here