মোদীর বৈঠকে না ডাকা নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

0
64

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা ভিডিও কনফারেন্সে অন্য রাজ্যগুলিকে বলার সুযোগ দেওয়া হলেও বাংলাকে সুযোগ দেওয়া হয়নি। অভিযোগ, এবারে সেখানে আমন্ত্রণ পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মোদির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

তিনি বলেন, ‘একটা মিটিংয়ে গেলাম বা না গেলাম তাতে কি বাংলার ভবিষ্যত ঠিক হয়ে যাবে? বাংলাকে এত দুর্বল ভাবেন কেন? বাংলার মানুষ সম্মান নিয়ে বাঁচতে জানে। মাথা উঁচু করে চলতে জানে।’ রীতিমতো রেগে গিয়ে বলেন, ‘হয়তো তাঁরা প্রয়োজন মনে করেননি তাই ডাকেননি। তাই নিয়ে ঝগড়া করার কোনও কারণ নেই। এখন আমি মনে করি মানুষের স্বার্থে লড়াই করাটাই বড় কাজ।’

আরও পড়ুনঃ মাতৃভূমি রক্ষায় শহীদ আলিপুরদুয়ারের বিপুল, গর্বিত বিন্দিপাড়া

এদিন তিনি আরও বলেন, ‘এক কথা আমার বারবার বলতে ভাল লাগে না। আমরা মাথা উঁচু করে চলি। রবীন্দ্রনাথের কবিতা মনে রাখবেন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির। আর বাংলা ডাক পায়নি তো কী হয়েছে, এমন তো হতেই পারে বাংলা একদিন সবাইকে ডাকবে। বাংলাকে নিয়ে গর্ববোধ করুন, নিজেকে নিয়ে গর্ববোধ করুন। নিজের যেটা আছে সেটা নিয়ে গর্ব করুন। কখনও নিজেকে দুর্বল ভাবেন না।’

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অশোক ভট্টাচার্য

এর পাশাপাশি, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা পেতে কোনও ফর্ম কেনার দরকার নেই, টাকা সরাসরি ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঝড়ে ক্ষতিপূরণ ও রেশন-বণ্টনে অনিয়ম সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সরাসরি স্থানীয় থানায় জানাতে আবেদন করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, অভিযোগ সত্যি বলে প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here