মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনার দাপটে যখন নাজেহাল বাংলা। ঠিক তখনই প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭টি জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বিকেলের মধ্যেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে।
শুরুতে ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে থাকলেও, পরে তা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে। এরপর উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড়। তার ফলে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তাঁর প্রভাব পড়বে।
আরও পড়ুনঃ আগে পরীক্ষা তারপর বাসে ওঠা, ভিড় এড়াতে নয়া পন্থা
সোমবার ও মঙ্গলবার দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ওই দুদিন বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬৫ থেকে ৯০ কিলোমিটারের আশপাশে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584