মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। দু-এক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। আজ, শুক্রবারও কলকাতায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আবহাওয়াবিদদের কথায়, মৌসুমী অক্ষরেখা ক্রমশ দক্ষিণ দিকে সরছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। এইমুহূর্তে বাংলায় প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। আজ, শুক্রবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। আর তার জেরেই বাংলায় এই বৃষ্টি। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
শুক্রবার দিনভর উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে। শুক্রবারই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টা দার্জিলিং এবং কালিম্পংয়েও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুনঃ পরীক্ষামূলক যাত্রা শুরু ভিস্তাডোম ট্রেনের
দক্ষিণবঙ্গের দু-এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময়ে চাষিদের মাঠে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে এখনই কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
আরও পড়ুনঃ কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমবে? কার্যকারিতা নিয়ে নজরদারি কেন্দ্রের
আজ দিনভর মেঘলা থাকবে কলকাতার আকাশ। দু-এক পশলা বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি নীচে। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ। সারাদিনে বৃষ্টি হয়েছে ৩০.৬ মিলিমিটার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584