নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
প্রজাতন্ত্র দিবসে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কিছু অংশ ছেয়ে গিয়েছে একটি ব্যানারে, ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ের নীচে রয়েছে বাংলার মনীষীদের ছবি। ছবিতে লেখা রয়েছে, সৌজন্যে সাংসদ সুকান্ত মজুমদার। সেই ছবি নিয়েই তুলকালাম।
বিজেপির দাবি এটি তৃণমূলের ষড়যন্ত্র আর তৃণমূলের বক্তব্য, নিজেদের অপকর্ম ঢাকতে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি। মোদ্দা কথা প্রধানমন্ত্রীর পূর্ণায়ব ছবির পায়ের তলায় বাংলার মনীষীদের ছবি ঘিরে রাজনৈতিক চাপানউতর চরমে।
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, “দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বোল্লা, বাউল অঞ্চলে আজ সকালে দলের কার্যকর্তারা দেখেন প্রধানমন্ত্রীর ব্যানার রয়েছে এবং সেই ব্যানারের ছবির নীচে রয়েছে নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ক্ষুদিরাম বোস, ঋষি অরবিন্দ সহ বাংলার মনীষীরা। সেই ব্যানারে লেখা রয়েছে সৌজন্যে সুকান্ত মজুমদার।” এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলেই মনে করছেন বিজেপি সাংসদ।
আরও পড়ুনঃ উল্টো জাতীয় পতাকা উত্তোলন বিজেপি রাজ্য সভাপতির! খোঁচা অনুব্রতর
প্রজাতন্ত্র দিবসের সকালে এই ছবি দেখে স্বাভাবিক ভাবেই চমকে গিয়েছেন এলাকার বাসিন্দারা। বালুরঘাটের সাংসদের দাবি, “এটা সম্পূর্ণভাবে তৃণমূলের চক্রান্ত। কারণ এই অঞ্চলের তৃণমূলের আইটি সেল থেকে গতকাল একটা পোস্ট করা হয়। সোশাল মিডিয়ায় সেই পোস্টে লেখা হয় সুকান্ত মজুমদার খেলা হবে। কাল ওই পোস্টের পর এই অঞ্চলে আমার নাম ইচ্ছাকৃত ভাবেই কালিমা লিপ্ত করা হয়েছে। এমন ছবি দিয়ে বাংলার মনীষী ও প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে।” এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে দোষীদের শাস্তির দাবি করেছে বিজেপি।
আরও পড়ুনঃ কাটল জোটের জট, আসন রফায় এগিয়ে কংগ্রেস
তৃণমূলের দাবি, বিজেপি নিজেই এই কাজ করে অযথা তৃণমূলকে জড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস বলেন, “বিজেপির অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এই ঘটনার দায় বিজেপি এড়াতে পারে না। প্রকাশ্যে এই কাজ করেছে। সাধারণ মানুষ এই ঘৃণ্য কাজের বিরোধিতা করেছেন। নরেন্দ্র মোদীর পায়ের তলায় মনীষীদের ছবি দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করেছে। আমি বলব এদের মতিভ্রম হয়েছে। বাংলায় ক্ষমতায় আসার জন্য এই ধরনের চক্রান্ত করেছে।”
তিনি বলেন, “তৃণমূলের এত দুর্দিন আসেনি নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করতে হবে। আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ই যথেষ্ট।” এই ব্যানারকান্ডের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেসও।
এই ছবি কান্ডের দায় যে কেউ ঘাড়ে নিতে চাইবে না এটা স্বাভাবিক। অভিজ্ঞ মহলের মতে, একাজ যে দল বা কোনও ব্যক্তি বিশেষ করুক তা অত্যন্ত নিন্দনীয়। রাজনীতিতে যে ভাবে মনীষীদের ব্যবহার করা হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584