‘অনুরাগ’ বলে ভালোবাসা আর ভাল থাকার গল্প

0
131

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ভালোবাসা নাকি স্বার্থ ? প্রয়োজন নাকি প্রিয়জন ? প্রশ্নগুলো গুলো বেশ সহজ কিন্তু এর উত্তর কি আমাদের জানা আছে? ভালোবাসা কখনও কখনও এমন সব পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয়, যেখানে শুধু দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আর কিছুই করার থাকে না।

Anurag | newsfront.co

অরিত্র আর মৌ এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। সুখ দুঃখের সংসারে পকেটে টান থাকলেও একে অন্যের প্রতি হৃদয়ের টান প্রবল। আরো ‘ভাল’ থাকার স্বপ্নে বিভোর অরিত্রের পাশে থাকার চেষ্টায় নিজের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত মৌ।

Anurag | newsfront.co

রোজকার এই ভীষণ চেনা দাম্পত্য হঠাৎ করে এক নতুন মোড় নেয় যখন শান্তনু নামের মূল চরিত্রটি প্রবেশ করে এই জোড়া হৃদয়ের সংসারে। অরিত্র-মৌ’য়ের দৈনন্দিন সব সমস্যা সমাধানের চাবিকাঠি নিয়ে মৌয়ের সঙ্গে দেখা করে এই নতুন চরিত্রটি।

Anurag | newsfront.co

এতদিন ধরে যে আশা আর স্বপ্নকে অরিত্র মরীচিকা ভেবে দগ্ধে দগ্ধে ক্ষয়ে যাচ্ছিল সেই আশাকেই সত্যি করতে অরিত্রর সামনে নিয়ে আসা হয় শুধু ‘একটি রাত’- এর শর্ত। নিজের বৌকে অন্যের বিছানায় পাঠানোর মধ্যেই লুকিয়ে আগামীর ভালো থাকা। থমকে যায় অরিত্র আর মৌ , নিজেকে আর একে অন্যকে বোঝানোর চেষ্টা চলে প্রাণপন।

Shortfilm | newsfront.co

অবশেষে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় দুজনকেই। নিজেদের সুখী ভবিষ্যতের স্বপ্নকে আলোকময় করতে এক রাতের অন্ধকার কে শরীরে জড়িয়ে নিতে রাজি হয় মৌ। শুধুমাত্র ভালোবাসার মানুষকে ভাল রাখতেই তার এই ত্যাগ। রাতের আঁধারে পায়ে পায়ে মৌ কে শান্তনু বাবুর বাড়ি পৌঁছে দিয়ে শূন্য ঘরে ফেরে অরিত্র।

আরও পড়ুনঃ রাজের নতুন খেলা ‘হাবজি গাবজি’

Shortfilm | newsfront.co

প্রহর গুনে কাটে রাত, উৎকণ্ঠায় শান্তনু বাবুর ঘরে ঢোকে মৌ।রাত পেরিয়ে আসে সকাল, অরিত্রর সামনে এসে দাঁড়ায় মৌ, নির্বাক চারচোখ যেন খড়কুটোর মতো ভেসে যাওয়া দাম্পত্যের স্মৃতিচারণ করতে চায়। মৌ কি অটুট রাখতে পেরেছে তার সতীত্ব ?

Shortfilm | newsfront.co

মৌ আর অরিত্রর সুখী দাম্পত্যে কি খানিক চিড় খেয়ে গেছে? সেই দাগ মুছবে তো? এর উত্তরের জন্য শুধু সময়ের অপেক্ষা। কিছু দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে সন্তু সিনহা পরিচালিত বাংলা ছবি ‘অনুরাগ’।

আরও পড়ুনঃ নব্বই এর নস্টালজিয়া নিয়ে পুজোয় হাজির সিধু, শৌভিক

ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সন্তু সিনহা স্বয়ং। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবদূত ঘোষ। আছেন আরও অনেকে।

প্রসঙ্গত, সন্তু সিনহা শুধু একজন পরিচালকই নন, তিনি একজন সমাজসেবীও বটে। তিনি সুলেখকও বটে। বাকিটা জানতে হলে প্রয়োজন একটু অপেক্ষার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here