মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনার দাপটে নাজেহাল গোটা বিশ্ব। ভারতেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। এই মারণ ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও।
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদী হয়েছে লকডাউন। প্রায় দুমাস ধরে বন্ধ গণপরিবহণ পরিষেবা, বন্ধ স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন কর্মসংস্থান। এমনকি করোনার জেরে বলিউড, টলিউডের সমস্ত শুটিংও বন্ধ রয়েছে। এহেন পরিস্থিতিতেও শিল্পীদের থামিয়ে রাখা যায়নি।
অভিনেতা, অভিনেত্রীরা বাড়িতে বসেই শুট করছেন আর বানিয়ে ফেলছেন একের পর এক শর্টফিল্ম। শর্ট ফিল্মগুলো দেখলে মনেই হবে না বাড়িতে বসে আলাদা ভাবে শুট করেছেন কলাকুশলীরা।
সম্প্রতি মুক্তি পেল এরকমই একটি শর্ট ফিল্ম ‘বেঙ্গলি সাইকো’। ‘আমেরিকান সাইকো’-র একটি লকডাউন অভিযোজন হল ‘বেঙ্গলি সাইকো’।
রাঘব মুরালি ও আদিত্য গোয়েল প্রযোজিত এই শর্ট ফিল্মটি জুড়ে রয়েছেন জনপ্রিয় আমেরিকান অভিনেতা রহসান নূর। বাংলা বংশোদ্ভূত চলচ্চিত্রও নির্মাণ করেন এই অভিনেতা।
রহসান নূর-এর শেষ ছবি ‘বাঙালি বিউটি’ আন্তর্জাতিক বক্স অফিসে সর্বাধিক উপার্জনকারী বাংলা ভাষার চলচ্চিত্র এবং চীনে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলা চলচ্চিত্র।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় শুভমের রবীন্দ্র নিবেদন ‘ভারত ভাগ্য বিধাতা’
সদ্য প্রকাশ্যে আসা ‘বেঙ্গলি সাইকো’ শর্ট ফিল্মটিতে দেখানো হয়েছে যে, এই লকডাউনে রহসান নূর মুম্বইতে রয়েছেন। এই লকডাউনে তিনি তাঁর একাকীত্ব জীবন কিভাবে কাটাচ্ছেন মূলত সেটাই দেখানো হয়েছে এই শর্ট ফিল্মটিতে।
তবে বিষয়টা সামান্য মনে হলেও গল্পের শেষ কিন্তু অন্য কথা বলবে। কি হবে গল্পের শেষে? এই প্রশ্নের উত্তর দেবে ‘বেঙ্গলি সাইকো’ স্বয়ং। তাই আর দেরি না করে ঝটপট দেখে নিন ‘আমেরিকান সাইকো’-র লকডাউন অভিযোজন ‘বেঙ্গলি সাইকো’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584