‘পকেট ভেন্টিলেটর’, মাত্র ২০ দিনেই নয়া আবিষ্কার বাঙালি বিজ্ঞানীর

0
70

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

মাত্র ২৫০ গ্রামের ভেন্টিলেটর! হ্যাঁ, সত্যিই তাই। কখনও দেখেছেন এমন ভেন্টিলেটর। চলুন দেখা যাক কি এই ভেন্টিলেটর কিভাবেই বা কাজ করে। করোনা অতিমারি সাধারণ মানুষকে শিখিয়েছে অনেককিছুই। মানুষ জানত না কি করে ঘরবন্দি থাকতে হয় আর তাতেই আজ মানুষ অভ্যস্থ।

dr ramendra lal mukherjee | newsfront.co
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

ঠিক সেরমই করোনায় আক্রান্ত হওয়ার পরেই এক বিজ্ঞানী বোঝেন করোনা আক্রান্ত রোগীর জন্য ভেন্টিলেটরের গুরুত্ব কতখানি! কলকাতার এক বিজ্ঞানী ড. রামেন্দ্রলাল মুখোপাধ্যায়, পেশায় তিনি ইঞ্জিনিয়ার। কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন। অক্সিজেন স্যাচুরেশন ৮৮তে নেমে যায়। যদিও হাসপাতালে ভর্তি করা হয়নি তাকে। তবে সেদিন তিনি বুঝেছিলেন করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভেন্টিলেটরের গুরুত্ব।

আরও পড়ুনঃ কোভিড-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শ্রীমৎ স্বামী শিবময়ানন্দ

এরপর করোনামুক্ত হওয়ার মাত্র ২০ দিনের মধ্যেই বানিয়ে ফেলেন এক বিশেষ ভেন্টিলেটর, ওজন ২৫০ গ্রাম। যা একবার চার্জ দিলে চলবে ৮ ঘণ্টা, অ্যান্ড্রয়েড মোবাইল চার্জারে অনায়াসেই চার্জও দেওয়া যাবে। তাই যেকোনো স্থানেই নিয়ে যাওয়া যেতে পারে এই ভেন্টিলেটর।

কলকাতার বাঙালি বিজ্ঞানী ড. রামেন্দ্রলাল মুখোপাধ্যায়ের বিশ্বাস, তার এই আবিষ্কার মহামারি রুখতে অত্যন্ত কাজে দেবে। কোনো রোগীর হঠাৎ করে অক্সিজেন স্যাচুরেশন মাত্রা কমতে শুরু করলে সেই ‘ক্রাইসিস’ সামলাতে পারবে এই ভেন্টিলেটর। ওজনে হালকা হওয়ায় এটাকে ‘পকেট ভেন্টিলেটর’ বলছেন ওয়াকিমহল।

আরও পড়ুনঃ জনস্বাস্থ্য সুরক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান

এই ভেন্টিলেটর দু’টো ভাগ। একটি পাওয়ার ইউনিট এবং অপরটি ভেন্টিলেটর ইউনিট, যা মাউথপিসের সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে আল্ট্রা ভায়োলেট চেম্বার। ভেন্টিলেটরটির সুইচ অন করলেই তা বাইরে থেকে বাতাস নিয়ে ওই চেম্বারের মধ্যে দিয়ে তা জীবানুমুক্ত করে ফুসফুসে পাঠিয়ে রোগীকে শ্বাস নিতে সাহায্য করবে। একইভাবে শ্বাস ছাড়ার সময়, আরেকটি চেম্বার দিয়ে তা বেরিয়ে যাবে। এর ফলে ডাক্তার-নার্স বা রোগীর কাছে থাকা ব্যক্তি সংক্রমিত হবেন না। ড. রামেন্দ্রলাল বলছেন, হাসপাতালগুলিতে সিপ্যাপ-এর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এই ‘পকেট ভেন্টিলেটর’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here