থ্রিলারের রং ‘ব্ল্যাক’

0
92

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

একাকিত্বে মোড়া এক অন্ধ মানুষের জীবনের গল্প বলতে দর্শক দরবারে হাজির ‘ব্ল্যাক’। ১২মে এসডিপি ভেঞ্চারের ব্যানারে মুক্তি পেয়েছে এই শর্টফিল্ম। শুভম দত্ত পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় ও রায়তি ভট্টাচার্য। অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন, আজও করে চলেছেন সমান ধারাবাহিকতায়।

Black | newsfront.co

পজিটিভ হোক বা নেগেটিভ যে কোনও চরিত্রে তিনি অনবদ্য হয়ে ওঠেন নিজের অভিনয়সৌকর্য’র জোরে। তবে এই প্রথমবার কোনও অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়কে। ছবির সংলাপ ও কাহিনি রচনা করেছেন নন্দিনী দাস। প্রযোজনায় শুভাশিস দত্ত। ছবির ডিওপি সুশোভন চক্রবর্তী।

এক নিঃসঙ্গ অন্ধ ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে এই শর্টফিল্মটিতে। ছবির প্রথমেই অন্ধ অনিন্দ্য চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ হবে ঈশানী মিত্র-র। এই দুটি চরিত্র নিয়েই ছবির গল্প ফেঁদেছেন পরিচালক। বেশ কিছুক্ষণ ভালোই কাটবে। এরপর হঠাৎ গল্প মোড় নেবে অন্য স্রোতে।

আরও পড়ুনঃ রূপকথার মোড়কে হেঁসেলের গল্প ‘গ্রাব নে বনা দি জোড়ি’

Black | newsfront.co

কিন্তু এই গল্প কি শুধুই অন্ধত্বের নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে? ছবির প্রতিটি বাঁকে সন্দেহের পরিমাণটা আরও বাড়িয়ে দিয়েছেন শুভম দত্ত। ইতিমধ্যেই বহু দর্শকের মন জয় করে নিয়েছে দুর্দান্ত এই শর্টফিল্মটি। আপনি এখনও দেখেননি? তা হলে আর দেরি না করে এসডিপি ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে গিয়ে চটপট দেখে ফেলুন শর্টফিল্ম ‘ব্ল্যাক’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here