পিয়ালী দাস,বীরভূমঃ
বীরভূমের রামপুরহাট মহকুমার গণপুরে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বাংলায় টিএমসি যে সরকার চালাচ্ছে তার আসল মানে হলো কাজ তাসকরি, মাফিয়া, চিটফান্ড,কেন্দ্রে বিজেপি সরকার আসবে এবং সরকার গঠনের ৯০ দিনের মধ্যে চিটফান্ড মালিকদের জেলে পোরা হবে।সবাই আশা যেন তাদের উদ্দেশ্য অমিত শা প্রশ্ন ছুঁড়ে দেন বাংলায় তারা কেমন সরকার চান, বাঙ্গাল কো কাঙ্গাল কারনে ওয়ালা নাকি বাংলাকে সোনার বাংলা গড়ে তোলা,নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন বাংলাকে সোনার বাংলা গড়ে দেবে বিজেপি।
মমতা দিদি চিন্তিত হয়ে পড়েছেন,বিজেপির বিজয়রথ রুখতে তিনি নানা রকমের ফন্দি-ফিকির করে যাচ্ছেন,তাতে কিছু লাভ হবে না,বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন এবার মমতা দিদি কে বিদায় দেবার।গরিব মানুষের টাকা তৃণমূলের নেতারা নিজেদের পকেট এ পুরেছে,বাংলার কোন উন্নয়ন করেনি তারা।৪ লক্ষ ২৪ হাজার কোটি টাকা বাংলার উন্নয়নের জন্য মোদি সরকার বাংলাতে পাঠিয়েছে,কিন্তু কোথায় সেই টাকা,কোথায় উন্নয়ন,ওই টাকাতে মমতা দিদির গুন্ডাদের বাড়বাড়ন্ত হয়েছে।মমতা দিদি কি আদৌ বাংলার জন্য কিছু করেছে, তৃণমূল সরকার আর ৩৪ বছরের বাম সরকারের মধ্যে কোন পার্থক্য নেই।গত সাত বছরে মমতা দিদির শাসনকালে তৃণমূলের নেতারা সিন্ডিকেট রাজ চালিয়ে গরিব মানুষকে লুট করেছে।
আরও পড়ুনঃ বহরমপুরে নির্বাচনী জনসভায় দেরিতে যোগী,ছায়ার খোঁজে জনতা
একবার বিজেপি সরকার বাংলা এলে এই লুটকারীদের সবক শিখিয়ে দেবে।নরেন্দ্র মোদি সরকার আদিবাসীদের জন্য ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা ঘোষণা করেছে। ২৩ তারিখ ফল ঘোষণার পর মোদি সরকার আগামী ২০২২ সালের মধ্যে প্রত্যেক আদিবাসী ভাই-বোনদের জন্য পাকা বাড়ি তৈরি করে দেবে। গরিবদের জন্য মোদি সরকার প্রচুর উন্নয়নের কাজ করেছে। তাই মানুষের মুখে মুখে একটাই কথা আব কি বার মোদি সরকার।আমিত দাবি করেন কাশ্মীরে জঙ্গি হানার পর যেভাবে পাকিস্তানি গিয়ে ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়েছে তাতে ভারতবাসী হিসেবে প্রত্যেক ভারতীয়র গর্ব হওয়া উচিত।পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের শেষ করে এসেছে।সন্ত্রাসবাদীরা গুলি মারলে আমরা গোলা মারবো, মুখে নয় মোদি সরকার কাজে করে দেখিয়েছে।অবশেষে তিনি বলেন বাংলার মানুষ কংগ্রেস,তৃণমূল কংগ্রেস, সিপিএমকে সুযোগ দিয়েছেন, এবার বিজেপিকে সুযোগ দিন দেখুন বাংলার মানুষ বঞ্চিত হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584