নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষক আন্দোলন নিয়ে যথেষ্ট অস্বস্তিতে থাকার পর গ্রেটা থুনবার্গের টুইট অস্বস্তি আরও বাড়িয়েছিল কেন্দ্রের। পরবর্তীতে গ্রেটা থুনবার্গ ও ‘টুলকিট’ নিয়ে দিল্লি পুলিশের এফআইআর-এর জেরে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছিল। গ্রেটার শেয়ার করা বিতর্কিত টুলকিটটি এডিট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো বেঙ্গালুরুর এক পরিবেশ কর্মী দিশা রবিকে।
দিশা রবি ‘ফ্রাইডে ফর ফিউচার’-এর হয়ে কাজ করেন। গ্রেটার পোস্ট করা টুলকিটের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে দিল্লি পুলিশের কাছে। মামলা হয় ওই টুলকিট যাঁরা তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধেও। অভিযোগ ওঠে টুলকিট নির্মাতাদের সঙ্গে খলিস্তানপন্থীদের যোগসাজস রয়েছে। বেঙ্গালুরুর পরিবেশবিদ দিশা টুলকিট সম্পাদনা করছেন ও ছড়িয়ে দিচ্ছেন এই অভিযোগ সামনে আসে এবং গ্রেপ্তার করা হয় দিশাকে।
আরও পড়ুনঃ ধারাবাহিক দামবৃদ্ধি, কলকাতায় প্রথমবার প্রতি লিটারে ৯০ টাকা অতিক্রম পেট্রোল
সোলাদেভানাহাল্লি-র বাড়ি থেকে শনিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিশা।
দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “এই টুলকিটে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় লড়াই বাঁধিয়ে দেওয়ার ইন্ধন দেওয়া হয়েছে। সর্বোপরি,ভারত সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে এই টুলকিট।”
আরও পড়ুনঃ কেন্দ্রের আর্থিক প্যাকেজে বাদ বাংলা, উঠছে প্রশ্ন
শেষ পাওয়া খবরে জানা যায় ধৃত পরিবেশ কর্মী দিশা রবিকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584