নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
এলাকা প্রযুক্তি সংস্থা টমটম(টম২) এ বছর একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে বলা হয়েছে বিশ্বের ৫৭ দেশের ৪১৬ শহরের মধ্যে বেঙ্গালুরু সবচেয়ে ট্রাফিকবহুল শহর। জানা গেছে দক্ষিণ ভারতের শহরগুলির মধ্যে বেঙ্গালুরুতে হওয়া ট্রাফিকের পরিমাণ বাকি শহরের থেকে ৭১% বেশি।

টমটমের তরফে পেশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, বেঙ্গালুরুর ট্রাফিক পিক আওয়ার্সে অতিরিক্ত ২৪৩ ঘণ্টা বেশি সময় কাটায় প্রতি বছর, যার হিসাব করলে দাঁড়ায় প্রতি বছর ১০ দিন ৩ ঘণ্টা করে অতিরিক্ত সময় ট্রাফিকে কাটে বেঙ্গালুরুর ড্রাইভারদের।
উপরোক্ত হিসাবই মুম্বাইয়ের ক্ষেত্রে ২০৯ ঘণ্টা অর্থাৎ ৮ দিন ১৭ ঘণ্টা, পুনের ক্ষেত্রে ১৯৩ ঘণ্টা অর্থাৎ ৮ দিন ১ ঘণ্টা এবং দিল্লির ক্ষেত্রে ১৯০ ঘণ্টা অর্থাৎ ৭ দিন ২২ ঘণ্টা।
আরও পড়ুনঃ ঘন কুয়াশায় জনমানবশূণ্য দক্ষিণ ২৪ পরগণা
বেঙ্গালুরু ছাড়া অন্যান্য শহরের মধ্যে ট্রাফিকের বহুলতার উপর বিচার করে ৪ নম্বর স্থানে রয়েছে মুম্বই, যার ট্রাফিক কনজেশন ৬৫%; ৫ নম্বরে পুনে, যার ট্রাফিক কনজেশন ৫৯% এবং ৮ নম্বর স্থানে দাঁড়িয়ে দিল্লি, ৫৬% ট্রাফিক কনজেশন নিয়ে।
আন্তর্জাতিক শহরগুলির মধ্যে ফিলিপাইনসের মানিলা, কলম্বিয়ার বগোটা, ইন্দোনেশিয়ার জাকার্তা, রাশিয়ার মস্কো, পেরুর লিমা, ইস্তানবুলের তুরস্ক ইত্যাদি শহরে ট্রাফিকবহুলতা সবচেয়ে বেশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584