বেঙ্গালুরুর ফুড ডেলিভারি কাণ্ডে নয়া মোড়, মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে এফআইআর

0
136

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বেঙ্গালুরুর জোম্যাটো ফুড ডেলিভারি এজেন্টের ঘটনায় নতুন মোড়, মেকআপ আর্টিস্ট হিতেশা চন্দ্রানীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো বেঙ্গালুরু পুলিশ। গত ৯ মার্চ বেঙ্গালুরুর একটি ঘটনায় শোরগোল পড়ে যায় সারা দেশজুড়ে। জোম্যাটোর ফুড ডেলিভারি এজেন্টের সঙ্গে খাবার ডেলিভারি নিয়ে বচসা হওয়ায় ডেলিভারি বয় কামারাজ ঘুঁষি মেরে তাঁর নাক ফাটিয়ে দিয়েছেন, এমনটাই অভিযোগ করেন বেঙ্গালুরুর মডেল তথা মেকআপ আর্টিস্ট হিতেশা চন্দ্রানী।

Zomato delivery case | newsfront.co

পরের দিন ১০ মার্চ একটি ভিডিও পোস্ট করে ঘটনার কথা প্রকাশ্যে আনেন হিতেশা। এমনকি নাক থেকে রক্তপাতের ছবিও পোস্ট করেন তিনি। স্বাভাবিকভাবেই মহিলা ক্রেতার এহেন অভিযোগ শুনে ডেলিভারি এজেন্টের বিরুদ্ধে সরব হয় নেটিজেনরা। ইলেকট্রনিক সিটি থানার পুলিশ গ্রেপ্তারও করে ওই ডেলিভারি এজেন্ট কামারাজকে। কিন্তু কামারাজের বয়ান প্রকাশ্যে আসার পরই মোড় ঘুরে যায় গোটা ঘটনার।

কামারাজের বয়ান থেকে জানা যায়, খাবার ডেলিভারির জন্য ওই মহিলার অ্যাপার্টমেন্টে পৌঁছতে খানিকটা দেরি হয়েছিল তাঁর। দেরির কারণে হিতেশা দাবি করেন হয় খাবার ফ্রি’তে দিতে হবে নাহলে অর্ডার ক্যানসেল করতে হবে। রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকায় বিলম্বের জন্য হিতেশার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন কামারাজ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

আরও পড়ুনঃ রোজগার বন্ধ দ্রুত শেষ হোক তদন্ত, চান বেঙ্গালুরুর অনলাইন ফুড ডেলিভারি এজেন্ট

এরপরই রীতিমতো গালিগালাজ করে চিৎকার করতে থাকেন হিতেশা। তারপরই চপ্পল ছুঁড়ে ডেলিভারি এজেন্টকে মারতে যান তিনি। কামারাজের দাবি, ঠিক এই সময়ই দুর্ঘটনাবশত ওই মহিলার নিজের হাতের আংটিই লেগে নাক ফেটে যায়। প্রচুর রক্তও বেরোতে থাকে। গোটা ঘটনা জানার পর ডেলিভারি এজেন্টের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন নেটনাগরিকদের একটি বড় অংশ।

আরও পড়ুনঃ টিকিট না পেয়ে কার্যালয়ের সামনে মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ কংগ্রেস নেত্রীর

এরপর কামারাজ তাঁর সঙ্গে অভব্য আচরণ এবং মারধরের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন ক্রেতা হিতেশা চন্দ্রাণীর বিরুদ্ধে। আক্রান্ত ওই যুবকের অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি থানার পুলিশ এফআইআর দায়ের করে মডেল হিতেশা চন্দ্রানীর বিরুদ্ধে।

ঘটনায় জোম্যাটো কামারাজের পাশে দাঁড়ালেও সংস্থার নিয়ম মেনে তাঁকে সাসপেন্ড করেছে। ঘটনার তদন্ত চলাকালীন সংস্থার হয়ে সক্রিয়ভাবে কাজ করতে পারবেন না তিনি। যদিও তাঁর বেতনের ব্যবস্থা করছে জোম্যাটো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here