নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রেসিডেন্ট জো বিডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। তবে তার মধ্যে একটু ভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জো বিডেনকে ব্যক্তিগত বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন।
বিডেনকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহু টুইটবার্তায় বলেন, “জো বিডেন ও কমলা হ্যারিস—ঐতিহাসিক এই অভিষেক দিবসে আপনাদের অভিনন্দন। প্রেসিডেন্ট বিডেন, আপনার সঙ্গে আমার কয়েক দশকের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে।”
আরও পড়ুনঃ ট্রাম্পের অভিবাসন নীতি-সহ ১৭ আদেশ বদলে সই বিডেনের
সদ্য বিদায়ী প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েও টুইট করেছেন নেতানিয়াহু। ট্রাম্পকে নিয়ে করা টুইটে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলের জন্য আপনি যা করেছেন সে জন্য আপনাকে ধন্যবাদ। বিশেষ করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘোষণা এবং ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের শান্তি চুক্তির ব্যাপারে আপনার নেওয়া পদক্ষেপ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584