মোদিকে ধন্যবাদ জ্ঞাপন ইজরায়েলের

0
47

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

গত ৩রা এপ্রিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর অনুরোধ করেন। সেই অনুরোধের তিনদিনের মধ্যেই ভারত কার্গো বিমানে করে ৫ টন ঔষধ সামগ্রী পাঠায়। সেই ঔষধ সামগ্রীর মধ্যে হাইড্রক্সিক্লোরোকুইন ছিল উল্লেখযোগ্য।

প্রত্যুত্তরে বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

টুইট বার্তায় তিনি লেখেন, “ও আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদি ইসরাইলকে ক্লোরোকুইন পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ।ইজরায়েলের সমস্ত বাসিন্দার তরফ থেকে আপনাকে ধন্যবাদ! ”

সম্প্রতি হাইড্রক্সি ক্লোরোকুইন সহ বেশ কিছু ওষুধ বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। তারপরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বদলা নেওয়া’ কাণ্ডে বিস্তর জলঘোলা হয়। ভারত সরকার সিদ্ধান্ত বদল করে করোনা আক্রান্ত দেশগুলিতে হাইড্রক্সি ক্লোরোকুইন সহ বেশ কিছু ওষুধ রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here