নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের বহরমপুর থেকে ভগবানগোলা ভায়া আখেরীগঞ্জ যাওয়ার রাজ্য সড়কের কাজ শুরু হয় প্রায় মাস ছয়েক আগে। কিন্তু এখনও পর্যন্ত কাজ শেষ হয়ে ওঠেনি। রানিতলা থানার নসিপুর পাওয়ার হাউসের সামনে রাজ্য সড়কের উপর কালভার্ট নির্মাণে হচ্ছে দেরি।
কালভার্টের কাজ শুরু হলেও এই কাজ কবে শেষ হবে তা সকলের অজানা। প্রতিদিন এই নির্মীয়মাণ কালভার্টের উপর দিয়ে যাতায়াতের সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন নিত্যযাত্রী থেকে গাড়ি চালকরা। প্রতিদিন ঘটে যাচ্ছে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ আতঙ্কে বাড়িতে পড়ে রইল দেহ,প্রশাসনের উদ্যোগে সৎকারের ব্যবস্থা
স্থানীয় বাসিন্দারা জানান প্রতিদিন কোন না কোন গাড়িকে ঠেলে পার করে দিতে হয়। এই রাস্তার উপর দিয়েই কিন্তু যাতায়াত করে মালবাহী গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স। মাত্র পাঁচ মিনিটের রাস্তা, এর জন্য রোগীর গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হয় প্রায় ৫ কিলোমিটার। তবুও হুঁশ নেই রাজ্য সড়ক কর্তৃপক্ষের। কাজের দেরি নিয়ে সাফাই দিচ্ছেন ঠিকাদার সংস্থা।
তাদের অভিযোগ, রাস্তার একপাশে রয়েছে বাড়ি আর এক পাশে তেত্রিশ হাজার ভোল্টের পোল। তাই কাজ করতে অসুবিধে হচ্ছে বলেই দাবি তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584