রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদ জেলার সালার বাসস্ট্যান্ড মোড়ে সালারের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিনের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। ১৯শে জানুয়ারি ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা উপলক্ষে কান্দি মহকুমার সালারে এই জন সমাবেশ।প্রধান বক্তা পরিবেশ ও পরিবহন মন্ত্রী ও মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।মঞ্চে ছিলেন বিধায়ক অপূর্ব সরকার, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, কান্দির ব্লক সভাপতি পার্থ প্রতিম সরকার, কৃষি কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম ও আরো অন্যান্য ব্লক কর্মীরা। আজ এই সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী জানান, আগামী ১৯শে জানুয়ারি ব্রিগেডে জনসমাবেশকে জনপ্লবনে পরিণত করতে হবে।রাজ্যে যে উন্নয়ন হয়েছে সে সমস্ত উন্নয়নকে মাথায় রেখে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাতকে আরও বেশি শক্তিশালী করতে হবে।পাঁচবারের সাংসদ বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী। এতদিন সাংসদপদে থেকেও তিনি কোন রকম উন্নয়নের কথা বলতে পারবেন না। তবে সেই অধীরের ভাতৃপ্রতিম অপূর্ব সরকার যে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার এই দলে যোগদানের পর থেকে তালিকা ধরে বলতে পারবেন কি কি উন্নয়ন হয়েছে।অধীর কেবল পা ধরে কখনো ফরওয়ার্ড ব্লক, কখনো সিপিআইএম করেছেন। কংগ্রেসে মান্নান হোসেন এর পা ধরে যোগদান করেছেন।একে একে অতিশ সিনহা, মায়া রানী পাল, শংকর দাস পাল, মান্নান হোসেন এর মত ব্যক্তিদের হারিয়েছেন।তবে এই সব কিছুর মধ্যে ২৭ বছর ধরে উনি বিশ্বাসঘাতকতা ছাড়া অন্য কিছু করেননি। লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট করুক তাতে বিজেপি পেছনে বা পাশে থাকুক টিএমসির বিরুদ্ধে এরা হ-য-ব-র-ল’ জোট করবে জানি তবে তৃণমূলের উন্নয়নের পাশে কোনদিনই কেউ টিকবে না বলে দাবী শুভেন্দুর।
আরও পড়ুন: শালবানীতে ‘আমারাই মোহনবাগান পরিবার’-এর অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584