‘মা’-এর সাজে ভবানীপুর ৭৫ পল্লী

0
147

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

করোনা আবহের মধ্যেই দুর্গোৎসবে মেতে উঠেছে বাংলা। শহরজুড়ে এখন শুধুই পুজোর গন্ধ। তবে বেশ কিছু বিধি নিয়ম মেনে সম্পন্ন হবে এবারের পুজো। কলকাতায় বেশ কয়েকটি পুজোর উদ্বোধন ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজ, রবিবার ভবানীপুর ৭৫ পল্লীর পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Bhabanipur | newsfront.co

কলকাতার হেভিওয়েট পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল ভবানীপুর ৭৫ পল্লীর পুজো। প্রত্যেকবছরই নতুনত্ব থিমের মাধ্যমে দর্শনার্থীর নজর কাড়ে এই পুজো। গত বছর ভবানীপুর ৭৫ পল্লীর ‘নাগরদোলায় সবার পুজো’ থিম সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। এবছর তাদের পুজোর থিম ‘মা’।

Bhanipur Durgapujo | newsfront.co

প্রতিবছর সকলে মা দুর্গার কাছে যে যার মন বাসনা পূরণের জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। চারিদিকে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনার কবলে হাজার হাজার মানুষ। তাই এবছর মা দুর্গার কাছে সকলের একটাই প্রার্থনা থাকবে। তা হল, পৃথিবী যেন সুস্থ হয়ে ওঠে।

Bhanipur Durgapujo | newsfront.co

করোনা নামক ভাইরাসটি যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বিদায় নেয়। ঠিক এই চিত্রটাই থিমের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে ভবানীপুর ৭৫ পল্লী। ৫৬ বর্ষে পদার্পন করলো এই পুজো। পাঁচটা দিন এখানে মা চিন্ময়ী রূপে বিরাজ করবে।

Bhanipur Durgapujo | newsfront.co

এবছর ‘লন্ডন শারদ উৎসব’এর সঙ্গে যুক্ত হয়েছে ভবানীপুর ৭৫ পল্লীর পুজো। ফলে এই পুজো এবার শুধু রাজ্যে নয় বিশ্বের দরবারেও পৌঁছে যাবে। কোভিড বিধি মেনেই হবে এখানকার পুজো।

আরও পড়ুনঃ ‘সৃষ্টি ডান্স অ্যাকাডেমি’র অনন্য উদ্যোগ

Pujo Pandel | newsfront.co

ভবানীপুর ৭৫ পল্লী সার্বজনীনের সম্পাদক সুবীর দাস বলেন, “পুজো যেমন হবার তেমন হবে। এবছর আমরা আমাদের বাজেটের এক চতুর্থাংশ কমিয়েছি। তবে, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা যাথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। মন্ডপে মাস্ক পরে প্রবেশ করা আবশ্যিক।

Pandel making | newsfront.co

মন্ডপে প্রবেশের ক্ষেত্রে কোনো ব্যারিকেড থাকছে না এবছর। মন্ডপের ভিতর দর্শনার্থীদের হাত স্যানিটাইজ করার জন্য থাকছে স্যানিটাইজার। আমরা নিশ্চিত শুধু প্রতিমা, মন্ডপই নয় আমরা করোনা বিধি মেনে যে ব্যবস্থা নিয়েছি সেটিও দর্শনার্থীদের কাছে প্রশংসিত হবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here