তেলেনিপাড়ার ঘটনার জেরে অপসারিত ভদ্রেশ্বর থানার আইসি

0
255

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

গত পাঁচদিন ধরে হুগলি জেলার তেলেনিপাড়ায় লাগাতার সংঘর্ষের জেরে সরানো হল ভদ্রেশ্বর থানার আইসিকে। গত শনিবার থেকে এই এলাকায় অশান্তির শুরু হয়। তার জের চলছে আজ পাঁচদিন ধরে। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। দফায় দফায় বিক্ষিপ্ত এই অশান্তির দায় পরোক্ষে বিজেপির ঘাড়ে চাপিয়েছেন মুখ্যমন্ত্রী।

Bhadreswar police | newsfront.co
ফাইল চিত্র

আবার অপরদিকে এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ করে রাজ্যপালের সাথে দেখা করেছেন বিজেপি নেতা মুকুল রায় এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘিরে হুগলি জেলাশাসকের দফতরের সামনে গতকাল ধর্নায় বসেন লকেট।

আরও পড়ুনঃ আর্থিক প্যাকেজের নামে কেন্দ্রের ভাঁওতাবাজি, বরাদ্দ মাত্র ৪.২ লক্ষ! সরব মমতা

অপরদিকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় অশান্তি ছড়ানোর জন্য লকেটকে দায়ী করে বলেছেন, গত দুই মাসে তাঁকে হুগলির মানুষের পাশে দেখা যায়নি, এখন হঠাৎ করে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বহাল থাকায় আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন তেলেনিপাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল থেকে শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here