সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আজ ‘ভারত বন্ধ’, সমর্থন ব্যাঙ্ক ইউনিয়ন সহ বিরোধী দলগুলির

0
92

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস

২৭ সেপ্টেম্বর, সোমবার, ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এই বন্ধে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল সহ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ সমর্থন জানিয়েছেন। সমর্থন জানিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি এই বন্ধকে সমর্থন করেছেন, বিহার বিধানসভায় বিরোধী দলনেতা তেজস্বী যাদব ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই দেশব্যাপী ধর্মঘটে অংশ নেবেন তিনি। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সরকারও সংযুক্তকিষাণ মোর্চার আহবানে এই ভারত বন্ধে সম্পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সোমবার বিক্ষোভে যোগ দেবে তারা।

সোমবার সকাল ৬ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত পালিত হবে ভারত বন্ধ । যার জেরে দেশে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সমস্ত পাবলিক ইভেন্ট এবং ফাংশন বন্ধ থাকবে। হাসপাতাল, ওষুধের দোকান, ত্রাণ ও উদ্ধারকাজ সহ অন্যান্য জরুরি পরিষেবাগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানানো হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে। স্বেচ্ছায় এবং শান্তিপূর্ণ উপায়ে এই বন্ধ পালন করা হবে বলে ঘোষণা করেছে সংযুক্ত কিষাণ মোর্চা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here