নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায় এক ব্যক্তির রায়ত জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার সকাল বেলা ১১টা নাগাদ চন্দ্রকোনা রোডের সারেংগা রাস্তার ধারে দুর্লভগঞ্জ এলাকায় একটি রায়ত জায়গার মালিক ভরত দাস অধিকারী ইঁট দিয়ে প্রাচীর তৈরির কাজশুরু করে।
সেই সময় বিজেপির চন্দ্রকোনা রোড পশ্চিম মন্ডল কমিটির সভাপতি হরেরাম সিং তার লোকজন নিয়ে বাধা দিতে গেলে উত্তেজনা শুরু হয়। পুলিশ এসে জায়গার কাজ বন্ধ করে দুই পক্ষকেই চন্দ্রকোনা রোড বিট হাউস পুলিশ ফাঁড়িতে আস্তে বলে। জমির মালিক ভরত দাস অধিকারী বলেন, “এরা তো ওই জায়গা দখল করে বিজেপি পার্টি অফিস তৈরি করার চেষ্টা করছে। বিজেপি নেতা রাজিব কুণ্ডু, হরে রাম সিং,বান্টি সিং এসে আমাদের প্রাচীর দেওয়ার কাজ বন্ধ করতে বলে।
তারা বলে ওই জায়গাটা নাকি ব্যাংক তাদের দিয়েছে। কিন্তু তারা কোন কাগজ দেখাতে পারেনি। গায়ের জোরে ওরা পার্টি অফিস তৈরি করার চেষ্টা করে। আমরা আমাদের জায়গা ঘিরে দেওয়ার জন্য প্রাচীর দেওয়ার কাজ শুরু করলে ওরা আবার বাধা দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে কাজ বন্ধ করতে বলায় কাজ বন্ধ করে দিয়েছি।”
আরও পড়ুনঃ ‘নদী বাঁচাও সভ্যতা বাঁচাও’ স্লোগানে বাইক মিছিল মেদিনীপুরে
পুলিশ থানায় ডেকেছে থানায় যাবেন বলে ভরত দাস অধিকারী জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।তৃণমূল কংগ্রেসের গড়বেতা তিন নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ বলেন, “বিজেপির কালচার হল মানুষের রায়ত জায়গা দখল করা।
বিজেপির নীতি হল মুখে বড় বড় কথা বলে, আবার মানুষের রায়ত জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করা। পুলিশ বিষয়টি দেখছে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।” বিজেপি নেতা হরে রাম সিং বলেন,”ওই জায়গা দেখিয়ে ব্যাংক থেকে জায়গার মালিক লোন নিয়েছিল।কিন্তু সেই লোন শোধ করেনি। জায়গাটি নিলাম হবে। ব্যাংকে কথা বলে ওই জায়গাটি পার্টি অফিস তেরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম।”
আরও পড়ুনঃ চিলাপাতা রেঞ্জ অফিসের তালা খুললেন বস্তিবাসীরা
কিন্তু তাকে প্রশ্ন করা হয় ওই জায়গাটা কি নিলাম হয়েছে, তার তিনি কোন উত্তর দিতে পারেনি। ব্যাংক কোন কাগজ দিয়েছে তাদেরকে, তাও তিনি দেখাতে পারেননি।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584