নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লোকসভা ভোটের আগে থেকেই রাজনৈতিক দল গুলির মধ্যে তরজা শুরু হয়েছে।বিরোধীরা বারবার শাসক দল ও পুলিশ এর দিকে আঙুল তুলেছে নিরপেক্ষতাকে কেন্দ্র করে।এদিন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ রাজ্য পুলিশকে কটাক্ষ করেন।তিনি অবিলম্বে যাতে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আলোক রাজরিয়া,কেশপুরের ওসি ও আনন্দপুরের ওসি কে সরানো হয় তার জন্য নির্বাচন কমিশনারের কাছে দাবি রাখবেন বলে জানান।
আরও পড়ুনঃ অজিত মাইতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ভারতীর
তাঁর দাবি,তিনি প্রচারে আসছেন জেনেই পুলিশ তৃণমূলের সাথে যোগ সাজস করে এলাকায় সিভিক পাঠিয়ে ভয় দেখিয়ে দোকানপাট বন্ধ রাখতে বলছে।এমনকি জল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে,যাতে বিজেপি কর্মীরা জল না খেতে পেয়ে মারা যায়।এই সবই করছে থানার ওসিরা।তাই অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে এই সব পুলিশ অফিসারদেরকে সরানো দরকার বলে দাবি করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584