বোঝাপাড়ার প্রসঙ্গ তুলে,ভারতীর আরও বেশী প্রাপ্য ছিল মত সুশান্ত ঘোষের

0
344

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

 

Bharati deserved more said susanta
নিজস্ব চিত্র

আদালতের নির্দেশে ভোট দিতে এসে ভারতীর বিরুদ্ধে আক্রমণাত্মক একদা সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষ।ইঙ্গিতে তৃণমূল বিজেপি বোঝাপাড়ার কথাও বললেন।

Bharati deserved more said susanta
নিজস্ব চিত্র

এদিন আদালতের নির্দেশে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বেনাচাপড়া ১৮৫ নং বুথে ভোট দিয়ে বেরিয়ে সুশান্ত বাবু জানান,মানুষকে বোঝাপাড়ার জন্য এইসব।আগে থেকে সব বোঝাপাড়া আছে।কে কয়টা জিতবে আগে থেকে ঠিক করে নিয়ে ভোট হচ্ছে।

আরও পড়ুনঃ কেশপুরের ঘটনার জন্য ভারতী ঘোষকে দায়ী করলেন দেব

Bharati deserved more said susanta
নিজস্ব চিত্র

একই সাথে তিনি ভারতীর বিরুদ্ধে বলেন,প্রার্থী হিসাবে কাম্য নয় তবে খাকি পোষাকে গোটা জেলায় উনি যা করেছেন তাতে ওর যা প্রাপ্য হয়েছে আরও বেশী প্রাপ্য হওয়া উচিৎ ছিল।এদিন নাম না করে সুশান্ত বাবু নিজের বিরুদ্ধে ভারতী ঘোষের করা আক্রমণের কথাও তোলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here