শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম বার আলিপুরদুয়ারের একটি মামলায় ভবানীভবনে হাজিরা দিতে এলেন প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষ। যা ছিল একসময় তার নিজেরই কর্মস্থল। প্রসঙ্গত, ভারতী ঘোষের অন্তর্ধান রহস্য নিয়ে আরেক পুলিশ কর্তা রাজীব কুমারের মতই একসময় গোটা রাজ্য তোলপাড় হয়েছিল। তবে এদিন হাজিরা দিলেও গোটা বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র বলে বেরিয়ে এসে দাবি করেছেন তিনি।
২০১৯ সালের আলিপুরদুয়ারের একটি মামলায় শুক্রবার রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনে হাজির হওয়ার জন্য জরুরি তলব পাঠানো হয় বিজেপির রাজ্য সহ সভাপতি তথা প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষকে। আর সেই জরুরি তলবে এদিন ভবানী ভবনে হাজির হয়েই ক্ষোভ উগরে দেন ভারতী দেবী।
তিনি অভিযোগ করেন , রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই স্বয়ং মুখ্যমন্ত্রী ও তার দলের নির্দেশে তাকে হয়রানি করতেই এখন তৎপর হয়েছে সিআইডির গোয়েন্দারা। কারণ সামনে বিধানসভা নির্বাচন ।
আর সেই নির্বাচনের আগে তাকে দলীয় কাজকর্মে থেকে বিরত রাখার জন্যই এই চক্রান্ত করা হয়েছে। ঠিক যেভাবে লোকসভা নির্বাচনের আগে তার সঙ্গে সিআইডির গোয়েন্দারা করেছিলেন।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টা ধরে পরীক্ষা নেওয়া যাবে না, কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল ইউজিসি
উল্লেখ্য আলিপুরদুয়ার থানা ২০১৯ সালের ৪৩ নম্বর মামলায় বিগত ১৮ মাস ধরে তাকে কোন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। অথচ বর্তমানে এই কোভিড পরিস্থিতির মধ্যে জরুরী তলব দিয়ে ডেকে পাঠানোয় ক্ষুব্ধ ভারতী দেবী।
আরও পড়ুনঃ কাজ হারানো গ্রাহকদের আবেদন জমা দেওয়ার নির্দেশ ইএসআইয়ের
এদিন ভবানী ভবনে হাজির হয়ে সিআইডির গোয়েন্দাদের সামনে যাওয়ার আগেই সাংবাদিকদের কাছে ক্ষোভ উগরে দেন তিনি। তিনি বলেন যে, যত বিধানসভা ভোট আসবে তাকে ডাকার পরিমাণ বাড়বে। এই কোভিডের মধ্যে ফোনের মাধ্যমে কথা বলা যেত। কিন্তু তা না করে বারবার করোনার মধ্যে তাকে ডাকা হচ্ছে।
তিনি এদিন আরও অভিযোগ তোলেন যে, যে অফিসার তাকে আলিপুরদুয়ারের মামলার জন্য জেরা করছিলেন সেই অসীম মন্ডল বর্তমানে করোনা আক্রান্ত। তা সত্বেও তাকে পুনরায় ডেকে জেরার নামে হয়রানি করাই আসল উদ্দেশ্য বলেই মনে করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584