নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বেশ কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর জল্পনার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার গিরিশ মোড় থেকে মঞ্জুশ্রী পর্যন্ত বিজেপি যুব মোর্চার পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করে অবশেষে পথ সভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। এই দিন এই পথ সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন একাধিক কর্মী।
এইদিন নব বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন, “শুভেন্দু বাবু একজন ভালো দক্ষ নেতা উনি যদি বিজেপিতে যোগদান করেন তাহলে বিজেপির ভালো হবে, আমরা সব সময় উনাকে ওয়েলকাম জানাচ্ছি।” পাশাপাশি তিনি আরো বলেন, তৃণমূল দলটা আস্তে আস্তে ভেঙে যাবে, কারণ যোগ্য সম্মান পাচ্ছেন না কোনো নেতাই।
আরও পড়ুনঃ আমফান ত্রাণ দুর্নীতিতে ১০০ কোটি টাকার নয়ছয়, ক্যাগকে তদন্তের নির্দেশ হাইকোর্টের
আরও পড়ুনঃ রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে অমিত শাহ কে বহিরাগত প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, উনি একজন কেন্দ্রীয় নেতা,উনি সব জায়গায় যেতে পারেন আঞ্চলিক দল হিসেবে এই ধারণা নেই অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই প্রসঙ্গ নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন তিনি।
পাশাপাশি তিনি আরো বলেন যার বুদ্ধি ধার করে বর্তমান রাজনৈতিক দলটি চলছে তিনি তো বহিরাগত অর্থাৎ নাম না করে প্রশান্ত কিশোরের সম্বন্ধে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন বক্তব্যের মাঝে বিমল গুরুংয়ের প্রসঙ্গ নিয়ে রাজ্য প্রশাসনের উপর আঙ্গুল তুলেন তিনি।
আরও পড়ুনঃ অভিষেককে চোর-ডাকাত বলে কটাক্ষ সৌমিত্রর, পাল্টা মামলার হুমকি তৃণমূলের
অন্যদিকে এই পদযাত্রায় যোগ দিতে আসছিলেন কৌশিক বারিক নামে এক বিজেপি কর্মী। মঞ্চের কিছুটা দূরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাকে মারধর করে বলে বিজেপির অভিযোগ।
তাকে দেখতে যান বিজেপি নেত্রী ভারতী ঘোষ, সেই প্রসঙ্গে নিয়ে হলদিয়া পুলিশ প্রশাসনের উপর আঙ্গুল তুলেন তিনি। এদিন তিনি বলেন ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রশাসন যদি এর ব্যবস্থা না নেয়া হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবারুণ নায়েক সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584