কামদুনি থেকে শিলাদিত্য প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে অসুস্থ আখ্যা ভারতীর

0
176

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Bharati say kamduni to shiladitya context
ঘাটালে জনসভায় ভারতী ঘোষ।নিজস্ব চিত্র

ঘাটালের জনসভা থেকে তৃনমুলকে তোপ ভারতী ঘোষের।একদিকে তৃনমুল সরকারের প্রকল্পকে কটাক্ষ তো অপরদিকে ঘাটালের প্রাক্তন সাংসদ তথা এবারের তৃনমুলের প্রার্থী দেবকেও আক্রমণ করেন এই আসনের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।সরকারের বিরুদ্ধে মুখ খুললেই সে মাওবাদী এপ্রসঙ্গে তিনি শিলাদিত্য চৌধুরীর প্রসঙ্গ তুলে ধরে কটাক্ষ করেন মমতা ব্যানার্জীকে।

Bharati say kamduni to shiladitya context
নিজস্ব চিত্র

তৃনমুলের উন্নয়ন প্রসঙ্গে চাঁচাছোলা ভাষায় আক্রমন করেন ভারতী ঘোষ।তিনি বলেন,উন্নয়নের নামে সবুজসাথী,কন্যাশ্রী,দু টাকা কিলো চাল,একশোদিনের কাজ সহ প্রত্যেকটা স্কিম টাকা মারার জায়গা হয়ে গেছে।জনসাধারণের টাকা মেরে মেরে এই পার্টি বড়লোক হয়েছে,তাদের নেতাগুলোও ফুলেফেঁপে বিশাল একএকটা নেতা হয়ে গেছে।উন্নয়ন মানে ভিক্ষা নই,উন্নয়ন মানে কিছু তৃনমুল নেতার উন্নয়ন নই।

“ঘাটালের দ্বিতীয় বারের তৃনমুলের প্রার্থী অভিনেতা দেবকেও কটাক্ষ করেন তিনি।বলেন,ঘাটাল লোকসভায় যোকনো জায়গায় জিজ্ঞেস করুন দেব গিয়েছিলো কিনা,কেউ শোনেনি।তাহলে পাঁচ বছরের পাঁচবারও তার এলাকায় আসেনি।কিছুই করেনি এখানে।

আরও পড়ুনঃ ঘাটালে বিজেপির সভায় ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী

Bharati say kamduni to shiladitya context
নিজস্ব চিত্র
Bharati say kamduni to shiladitya context
জন সভায় উপস্থিত ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন।নিজস্ব চিত্র

তবে টাকা নিয়ে অভিনয় করছে সেটা দেখার জন্য টিকিট কেটে হলে গিয়ে দেখবেন।জনপ্রতিনীধি এভাবে হয়না,জনপ্রতিনিধি হলো মানুষের পাশে থাকা,মানুষের কথা ভাবা,মানুষের সমস্যা তুলে ধরে প্রকল্প নিয়ে আসা এবং সেই প্রকল্পের দ্বারা মানুষের উন্নয়ন করা গ্রামে শহরে।’

Bharati say kamduni to shiladitya context
নিজস্ব চিত্র

এখন সময় এসে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে,এটা ধর্ম যুদ্ধ তাই আমি আমার চাকরি জীবন ছেড়ে মাথা উঁচু করে বেরিয়ে এসেছি।যেদিন আমি চাকরিতে ছেড়েছি সেদিন কোনও কেস ছিলো না আমার বিরুদ্ধে,তারপর দেখলো এতো চলে যাবে চলে গেলে বিশাল বিপদ একে তো আটকে রাখতে হবে।

তারপরই তার উপর সিআইডিকে দিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয় বলে এদিনের সভার বক্তব্য বলেন জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপির প্রার্থী ভারতী ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here